চিরিরবন্দরে মাদক ব্যবসায়ীর অত্যাচারে এলাকাবাসী অতিষ্ট। অবশেষে গণধোলাই

মোঃ আব্দুস সাত্তার, দিনাজপুর প্রতিনিধি ঃ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৮নং ইউপির পশ্চিম সাঁইতাড়া গ্রামের মৃত মছির উদ্দীন  মোটার বখাটে পুত্র মাদকসেবী সুরুজ্জামান (২৫) এর  অত্যাচারে এলাকাবাসী অতিষ্ট হয়ে পড়েছে।  গত ২৫ এপ্রিল  সুরুজ্জামান এলাকাবাসীর গণপিটুনি খেয়ে বর্তমানে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। সাঁইতাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ রোস্তম আলী জানান, সুরুজ্জামান এলাকার কু-সন্তান, তার নানাবিধ অপকর্মের জন্য আমাদের গ্রামের অনেক বদনাম, সে নিজে মাদক সেবন করে ও মাদক ব্যবসা করে যুব সমাজকে ধ্বংস করেছে। তার বিরুদ্ধে চিরিরবন্দর থানার রাণীরবন্দরে গাড়ী পোড়ানো ও ভূষিরবন্দরে স্কুল পোড়ানোসহ একাধিক বিষ্ফোরক মামলা রয়েছে। সুরুজ্জামান স্থানীয় দবিরের বাজারে প্রতিদিন রাতে জুয়ার আসর বসাতো। জুয়ার আসরের এলাকাবাসী প্রতিবাদ করায় পশ্চিম সাঁইতাড়া গ্রামের মোল্লাপাড়ার জনৈক একরামুল হক ও তার ভাই এজানুরকে মাতাল অবস্থায় বাজারের মধ্যে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করলে উক্ত ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। নাম প্রকাশে অনিচ্ছুক পশ্চিম সাঁইতাড়ার বাসিন্দা জানান, সুরুজ্জামান আমাদের গ্রামের কুলাঙ্গার পুত্র হিসাবে চিহ্ণিত । সে কখনও নিজেকে ক্ষমতাসীন দলের নেতা হিসাবে পরিচয় দেয় আবার কখনও পুলিশের সোর্স দাবী করে। সুরুজ্জামান এলাকায় একাধিক নারীঘটিত কেলেঙ্কারীর সাথেও জড়িত বলে তিনি জানান। চিরিরবন্দর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুমন দাস বলেন, সুরুজ্জামান স্বেচ্ছাসেবক লীগের ওয়ার্ডেরও কোন সদস্য নয়। তার সম্পর্কে অনেক কুকর্মের কথা আমার জানা । জনৈক মোর্শেদ আলম জানান, গ্রামবাসী ২জন মাওলানা ঠিক করে রেখেছে, সুরুজ্জামান সুস্থ হয়ে গ্রামে ফিরলে সকল অপকর্ম ও মাদক ব্যবসা ছাড়ার জন্য তওবা পড়ায়ে সংশোধনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হারিসুল ইসলাম (হারিস) এর কাছে  এ  মামলার ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, পশ্চিম সাঁইতাড়ার সুরুজ্জামান এর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। 




পুরোনো সংবাদ

দিনাজপুর 2918094303961579956

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item