ডিমলায় মাদক, জঙ্গী, সন্ত্রাস নির্মূল ও বাল্যবিবাহ রোধ কল্পে গণসচেতনতা সৃষ্টির লক্ষে সমাপনী সেমিনার অনুষ্ঠিত।

জাহাঙ্গীর আলম রেজা,ডিমলা নীলফামারী প্রতিনিধি:

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আফতাব উদ্দিন সরকারের ব্যাক্তিগত উদ্ধ্যেগে ০২ মে খালিশা চাপানী ইউনিয়নের সকল মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদরাসার আয়োজনে ডায়িয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মাদক, জঙ্গী, সন্ত্রাস নির্মূল ও বাল্যবিবাহ রোধ কল্পে গণসচেতনতা সৃষ্টির লক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়।

উক্ত সেমিনারে ডালিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছাঃ শেফালি আক্তার ও ডালিয়া দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ গোলাম মোস্তফার সঞ্চালনায় খালিশা চাপানী ইউপি চেয়ারম্যান মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আফতাব উদ্দিন সরকার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম, তিস্তা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ সৈয়দ আলী, ডিমলা রানী বৃন্দা রানী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর হানিফ সরকার, ছোটখাতা ফাজিল ডিগ্রী মাদরাসার অধ্যক্ষ মোঃ বজলার রহমান, খালিশা চাপানী ডিগ্রী মাদরাসার অধ্যক্ষ মোঃ মহুবর রহমান, তিস্তা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোছাঃ খালেদা শাহীন, ডায়িয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষ মোঃ হামিদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মোঃ ময়নুল হক, মোঃ ইসলামাইল হোসেন, খালিশা চাপানী ইউনিয়ন আ’লীগ সভাপতি মোঃ সোহরাব হোসেন, সাধারন সম্পাদক মোঃ তানজিদুর রহমান,  ডিমলা থানার ভারপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা মফিজ উদ্দিন আহম্মেদ প্রমুখ।

মাদক,জঙ্গী,সন্ত্রাস নির্মূল ও বাল্যবিবাহ রোধ কল্পে গণসচেতনতা সৃষ্টির সেমিনারে আলোচনা সভায় বক্তৃতা করেন সভায় প্রধান অতিথি ছাত্র, শিক্ষক, অভিভাবকদের একটি সুস্থ্য সুন্দর মেধাবী জাতী হিসেবে নিজেদের সন্তানদের গড়ে তুলতে মাদক, বাল্যবিবাহ, জঙ্গী,  সন্ত্রাস এর কুফল সম্পর্কে বর্ণনা করেন এবং উক্ত ইউনিয়নের চেয়ারম্যান মাদক, বাল্যবিবাহ, জঙ্গী, সন্ত্রাসের শিকর উপরে ফেলা মাদক ও বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন গড়ার জন্য সকলের সহযোগিতার আহবান জানান।

পুরোনো সংবাদ

নীলফামারী 841976239061859670

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item