ডিমলায় ৭০ বোতল ফেন্সিডিল সহ মাদক বিক্রেতা গ্রেফতার

মোঃ জাহাঙ্গীর  আলম রেজা, ডিমলা ( নীলফামারী ) প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলায় ৭০ বোতল ফেন্সিডিলসহ পৃথক মামলায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে থানা পুলিশ জানায়।

 দুই মাদক ব্যবসায়ীকে ডিমলা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করে।দুই মাদক ব্যবসায়ী উপজেলার পশ্চিম খড়িবাড়ী গ্রামের আফাজ উদ্দিন এর পুত্র জহুরুল ইসলাম (৩৫) ও টেপাখড়িবাড়ী মাষ্টারপাড়া গ্রামের  আবুল হোসেনের পুত্র ভ্যানচালক নাছির উদ্দিন ওরফে নমির বুধবার দিনগত ভোর রাতে ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ বন্দর খড়িবাড়ী খগারহাট দিয়ে মতিরবাজার যাওয়ার সময় নাউতারা ব্রিজ নামক স্থানে এসব মাদকদ্রব্যের বোতল পাচারের সময় ডিমলা থানার এসঅই আতিকুর রহমান আতিক, এসআই এমাদ উদ্দিন মোহাম্মদ ফারুক ফিরোজ, এসআই সজল কুমার রায়, এসআই খুরশিদ আলম, এএসআই নুর আলম ও এএসআই গোলাম মোস্তফার সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিক্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে উক্ত ফেন্সিডিলসহ হাতে নাতে  গ্রেফতার করেন।

পুলিশ জানায় আটককৃত মাদকব্যবসায়ীরা র্দীর্ঘদিন ধরে ভারত সীমান্তের কাটা তার ঘেসে বিভিন্ন রুট দিয়ে ফেন্সিডিল সহ মাদকের বড় বড় চালান গোপনে চালান করে আসছিল।

 এ ব্যাপারে ডিমলা থানা অফির্সাস (ওসি) মোঃ মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজ্জ করে জেলার-জেল হাজতে পাঠানো হবে।অপর দিকে মাথা ন্যাড়ে করে চুনকালি দিয়ে জুতার মালা গলায় দেয়ার ঘটনার একটি মামলায় আরো দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তারা হলেন বন্দর খড়িবাড়ী ময়দান পাড়া গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র মোঃ আতাউর রহমান (৪২) ও সামছুল হক (৪৮) ।

পুরোনো সংবাদ

নীলফামারী 247725582960205454

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item