ডিমলায় মহান মে দিবসের আলোচনা সভা।

জাহাঙ্গীর আলম রেজা,ডিমলা নীলফামারী প্রতিনিধি:

“কাজের কোন ভাগ নেই, নারী পুরুষ সমান তাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারী ডিমলা উপজেলায় খগাখড়িবাড়ী ইউনিয়নের দোহলপাড়া আদর্শ স্কুল এন্ড কলেজ মাঠে ৩ এপ্রিল সকালে আন পেইড কেয়ার ওয়ার্ক প্রকল্প পল্লীশ্রীর আয়োজনে, ইসলামিক ডেভোল্পমেন্ট ব্যাংক, জেদ্দা সহযোগিতায় মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আন পেইড কেয়ার ওয়ার্ক প্রকল্প মাঠ সহায়ক মোঃ মিজানুর রহমান ও মোছাঃ আমিনা খাতুনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সাদেকুর রহমান।
সভায় সভাপতিত্ব করেন আন পেইড কেয়ার ওয়ার্ক প্রকল্পর সমন্বয়কারী এ কে এম সামসুদ্দিন সামু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহলপাড়া আদর্শ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন লেবু, খগাখড়িবাড়ী ইউপি মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মহেছেনা বেগম, সহকারী শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম, নীলফামারী মানবাধিকার কর্মী (ডিএমএন মেম্বার) মোহাম্মদ আলী সানু, রি-কল প্রকল্প সমন্বয়কারী পুরান চন্দ্র বর্ম্মন, আশার আলো সিবিও সম্পাদক মোছাঃ নাসরিন আক্তার, মোছাঃ লাজিনা বেগম, মোছাঃ আনোয়ারা বেগম প্রমুখ।

সভায় প্রধান অতিথি মে দিবসের গুরুত্ব ও নারীদের পরিশ্রমের স্বীকৃতি, গৃহস্থলি কাজে পুরুষদের সহযোগিতা, পরিকল্পিত
পরিবার, নারী-পুরুষের বৈষম্য দুরীকরন সহ আন পেইড কেয়ার ওয়ার্ক প্রকল্পের নানা মূখি উন্নয়ন কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন।

উল্লেখ্য যে, সভায় অংগ্রহন করেন দোহলপাড়ার বিভিন্ন সিবিও থেকে আসা জনগন।

পুরোনো সংবাদ

নীলফামারী 591472057781618568

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item