ডিমলায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

মোঃ জাহাঙ্গীর আলম রেজা ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ঃ

১লা মে সোমবার সারা দেশের ন্যায় নীলফামারীর ডিমলায় যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসুচির মধ্যদিয়ে পালিত হয়েছে  মহান আর্ন্তজাতিক শ্রমিক দিবস

এসব কর্মসুচি হলো, জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, শহীদ মিনারে নিহত শহীদ শ্রমিকদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

মহান আর্ন্তজাতিক শ্রমিক দিবসে অংশ গ্রহন করেন, ডিমলা মটর শ্রমিক ইউনিয়ন,জাতীয় শ্রমিক লীগ, র্নিমান শ্রমিক ইউনিয়ন, ট্রাক ট্রাংলড়ী শ্রমিক ইউনিয়ন, রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন, কাঁঠ র্ফানিচার শ্রমিক ইউনিয়ন, কুলী মজদুর শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাসদ (মাহাবুব) সহ অন্যান্য শ্রমিক ইউনিয়ন সংগঠন গুলো।

মহান আর্ন্তজাতিক মে দিবস উপলক্ষে মটর শ্রমিক উপজেলা শাখা কার্যালয় চত্তর থেকে একটি বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহরের প্রধান-প্রধান শড়ক প্রদক্ষিণ শেষ করে এসে উপজেলা কেন্দ্রিয় স্মৃতি অম্লান চত্তোরে মটর শ্রমিক ইউনিয়নের উপজেলা শাখার সভাপতি মোঃ হাবিবুর রহমান খাঁন লোহানী হাবলুর সভাপতিত্বে বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম, ডিমলা উপজেলা শাখার জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম,ডিমলা মটর শ্রমিক ইউনিয়ন কার্যকরি সভাপতি মোঃ মাহাবুব ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ চাঁন মিয়া সহ সভাপতি মোঃ শফিউল আলম শফি প্রমুখ। অন্যান্য শ্রমিক সংগঠন গুলো পৃথক-পৃথক ভাবে নিজস্ব সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা করেন।
অপর দিকে র‌্যালী শেষে একই স্থানে বক্তৃতা করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রী কমিটির অন্যতম সদস্য কম. অধ্যক্ষ নুর মোহাম্মদ খাঁন, জেলার কমিটির জেলা কমিটির সদস্য মোঃ বাবুল আকতার, ডিমলা উপজেলা কমিটির সাধারন সম্পাদক সফিকুল বারি, বাংলাদেশ যুব মৈত্রীর সহসভাপতি মোঃ সোহেল হোসেন ও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
তারই সাথে বাসদ (মাহবুব) এর ডিমলা উপজেলা সভাপতি সৈয়দ লিটম মিয়া তালুকদার ও বাবু অজয় কুমার রায় শ্রমিক দিবস উপলক্ষ্যে পথসভায় বক্তৃতা করেন। 
এ উপলক্ষে বিকালে নাইট কোচ স্ট্যান্ডে একটি শ্রমিক জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 6535350413585578697

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item