প্রথম বাংলাদেশ তিস্তা নদীজল সাহিত্য সংস্কৃতি ও সংহতি সভা অনুষ্ঠিত।

আনিছুর রহমান মানিক, ডোমার, (নীলফামারী) প্রতিনিধি>>

প্রথম বাংলাদেশ তিস্তা নদীজল সাহিত্য সংস্কৃতি ও সংহতি সভা ও গান কবিতার আসর অনুষ্ঠিত হয়েছে। তিনবাংলা লেখক ফেডারেশন,উত্তরবঙ্গ শাখার বাংলাদেশ ভারত প্রবাস বাংলার বিশুদ্ধ সাহিত্য ও সৃষ্টিকর্ম সংগঠন আয়োজিত। ২১এপ্রিল শুক্রবার সকালে তিস্তা ব্যারেজ ডালিয়ার গোল চত্বরে সংহতি সভা কমিটির সদস্য সচিব সরদার ফজলু হকের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন নীলফামারীর-১ ডোমার ডিমলা আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নীলফামারী-৩ জলঢাকা কিশোরগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা। প্রধান আলোচক পল্লীকবি পুত্র খুরশীদ আনোয়ার জসীম উদ্দীন ও তিন বাংলার লেখক ফেডারেশনের কবি কথাকার সালেম সুলেরী। অনুষ্ঠান সঞ্চালনায় প্রভাষক মোস্তফা ফিরোজ প্রধান। শেষে গান ও কবিতা পরিবেশন করেন সহিদুল ইসলাম সরকার, সাকিলা ড্যানি, মুন্নুজান ঝর্ণা, এ্যাড মালা জেসমিন, সাংবাদিক আনিছুর রহমান মানিক, রনজিৎ কর্মকার, রুনী আক্তার প্রমূখ।

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 971215401428694291

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item