বুধবার ইংল্যান্ড যাচ্ছেন মাশরাফিরা

ডেস্কঃ
শুরু হয়ে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন। মাঝখানে আর মাত্র দুইদিন বাকি। এরপরই চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্দেশে ইংল্যান্ড উড়াল দেবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটাররা। বুধবার মধ্যরাতে সাসেক্সে যাবেন দলে ডাক পাওয়া ক্রিকেটাররা।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ চলছে। এ লীগের চতুর্থ রাউন্ড শুরু হবে বুধবার। বুধবারই তিনটি দলের ম্যাচ রয়েছে। ম্যাচগুলোতে জাতীয় দলের ক্রিকেটাররা অংশ নেবেন। এই ম্যাচটিই এবার লীগে তাদের শেষ ম্যাচ হতে চলেছে। বুধবার ম্যাচ খেলে মধ্যরাতেই ইংল্যান্ডের সাসেক্সের বিমানে চড়বেন ক্রিকেটাররা।

শুরুতে সাসেক্সে প্রস্তুতি ক্যাম্প করবে মাশরাফিবাহিনী। এরপর আয়ারল্যান্ড চলে যাবে। সেখানে গিয়ে তিনজাতি সিরিজ খেলবে। তিনজাতি সিরিজ শেষে আবার ইংল্যান্ড আসবে এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেবে। সাসেক্সে গিয়েও দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ১ মে ডিউক অব নোরফলকের বিপক্ষে এবং ৫ মে সাসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর আয়ারল্যান্ডে চলে যাবে দল।

আয়ারল্যান্ডে ৭ মে গিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে। ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ছাড়াও স্বাগতিক আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ড খেলবে। ১২ ও ১৯ মে আয়ারল্যান্ডের বিপক্ষে এবং ১৭ ও ২৪ মে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলবে মাশরাফিবাহিনী। ত্রিদেশীয় সিরিজ শেষে ২৫ মে ইংল্যান্ডে রওনা হবে বাংলাদেশ দল। সেখানে গিয়ে শুরুতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। ২৭ মে পাকিস্তানের বিপক্ষে ও ৩০ মে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর ১ জুন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করবে বাংলাদেশ দল। ৫ জুন অস্ট্রেলিয়া এবং ৯ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। যদি বাংলাদেশ সেমিফাইনালে খেলে তাহলে ম্যাচ বাড়বে। না হলে এখানেই বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শেষ হয়ে যাবে।

পুরোনো সংবাদ

খেলাধুলা 8651003345902172202

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item