ঘুড়ি উড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ২৫ এপ্রিল॥
ঘুড়ি উড়াতে গিয়ে কালবৈশাখী ঝড়ে ছিড়ে পরে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ হারিয়েছে মাহাবুল (১২) নামে এক শিশু। আজ মঙ্গলবার দুপুরে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয় নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ সুখীপাড়ার বোরোধান ক্ষেত হতে। শিশুটি ওই গ্রামের মতিয়ার রহমারের ছেলে।
জানা যায় গতকাল সোমবার (২৪ এপ্রিল) বিকালে ঘুড়ি উড়াতে শিশুটি বাড়ি হতে বের হয়ে যায়। এরপর আর বাড়ি ফেরেনি। তার নিখোঁজে এলাকায় রাতে পরিবারের পক্ষে মাইকযোগে প্রচারনাও চালানো হয়।
আজ মঙ্গলবার দুপুরে গ্রামবাসী বাড়ীর অদূরে ধােেনত কালবৈখাশী ঝড়ে ছিঁড়ে পড়ে বিদ্যুতের তার জড়ানো অবস্থায় মাহাবুলের মরদেহ দেখতে পায়। গতকাল সোমবার ভোরে কালবৈশাখী ঝড়ে বিদ্যুতের তার ছিড়ে পড়ে থাকলে সংশ্লিষ্টরা তা মেরামত কিংবা সঞ্চালন লাইন বন্ধ না করায় এমনটি ঘটেছে বলে অভিযোগ করে গ্রামবাসী।
এ ব্যাপারে সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 72166478545717739

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item