সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

 সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। রবিবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে নির্বাচনের রিটার্নিং অফিসার ও নীলফামারী জেলা নির্বাচন অফিসার মো. জিলহাস উদ্দিন ও সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসার মো. রবিউল আলমের কাছে প্রার্থীরা দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে  স্ব স্ব মনোনয়নপত্র দাখিল করেন।
 চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেলওয়ে শ্রমিক লীগ নেতা মোখছেদুল মোমিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী প্রভাষক মো. শওকত হায়াৎ শাহ্, জাতীয় পার্টি (এ) মনোনীত প্রার্থী মো. ইলিয়াস চৌধুরী ভলু, স্বতন্ত্র আব্দুল মুন্তাকিম, ইসলামী আন্দোলনের হাফেজ মো. নুরুল হুদা ও আওয়ামী  লীগের বিদ্রোহী  প্রার্থী মো. হিটলার চৌধুরী ভুলু।
নির্বাচনে তফশীল অনুযায়ী আগামী ২৪ এপ্রিল প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। পর দিন ২৫ এপ্রিল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
উল্লেখ্য, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থান গত ১ মার্চ রাতে ইন্তেকাল করেন। এতে করে চেয়ারম্যান পদটি শুন্য হয়। পরবর্তীতে নির্বাচন কমিশন চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফশীল ঘোষণা করেন।  

পুরোনো সংবাদ

নীলফামারী 6219674664045251843

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item