টানা বর্ষণ ও স্লুইস গেটের অব্যবস্থাপনায় পীরগঞ্জে তিন হাজার হেক্টর বোরো ধান পানির নিচে

মামুনুররশিদ মেরাজুল,নিজস্ব প্রতিনিধিঃ     
 
টানা বৃষ্টি এবং পীরগঞ্জ পৌরসভার পাশে স্লুইস গেটের অব্যবস্থাপনা উজান থেকে নেমে আসা পানিতে উপজেলার প্রায় তিন হাজার হেক্টর বোরো আধাপাকা ধান পানির নিচে। আর তা পচে যাওয়ার আশংকায় কৃষককুল দিশেহারা। উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবীদ সমীর চন্দ্র ঘোষ জানান, প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার কারনে ক্ষতির পরিমাণ সঠিক নির্ধারন না হলেও প্রায় তিন হাজার হেক্টরের বেশি হবে। সরেজমিনে চৈত্রকোল ইউনিয়নের বিল, শানেরহাট ইউনিয়নের মেষ্টার বিল, রামনাথপুর ও রায়পুর ইউনিয়নের বড় বিলা, উজিরপুরের ছোট বিল, দ্বারিয়াপুরের মেছনার বিল সহ একাধিক স্থানের বোরো ধান পানির নিচে। বড় বিলের ক্ষতিগ্রস্থ কৃষক আব্দুর রহিম, মোতালেব মিয়া, জহুরুল ইসলাম, আব্দুস সামাদ, শাহানুর আলম, গোলাম মোস্তফা জানান বড় বিলা বিলের স্লুইস গেটের অব্যবস্থাপনায় এবং ভাটিতে কুচিয়ামুরি নদীতে পলি জমে যাওয়ায় পানির নিষ্কাষন এবং অবৈধভাবে ঠুসি জাল দিয়ে মাছ ধরার কারনে অনেকটাই ক্ষতিগ্রস্থ বেশি হয়েছে। সরকার কোটি কোটি টাকা ব্যয়ে কৃষি উন্নয়ণে ভর্তুকি দিলেও কোন কাজ না করে খাতা কলমে সীমাবদ্ধ রাখার কারনে নদীর ড্রেনেজ ব্যবস্থা হযবরল। জরুরী ভিত্তিতে উপদ্রুত এলাকা ও উর্দ্ধতন কর্তৃপক্ষ পরিদর্শন করে এলাকাকে দুর্গত এলাকা ঘোষনা করে পর্যাপ্ত সাহায্য প্রদানের জন্য এলাকাবাসী দাবী জানিয়েছে।

পুরোনো সংবাদ

রংপুর 6746289566124443645

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item