বেতনভাতা মসজিদ-মাদ্রাসায় বিলিয়ে দেন রসিক ওয়ার্ড -কাউন্সিলর নজরুল ইসলাম দেওয়ানী

হাজী মারুফ :

রংপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনী মেয়াদ পূর্তির প্রাক্কালে ৩৩ টি সাধারন ওয়ার্ড ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের নির্বাচিত এলাকা ঘুরে বিভিন্ন শ্রেণী পেশার মহিলা ও পুরুষ ভোটারদের সঙ্গে কথা বলে ওয়ার্ডের নানাবিধ সুবিধা অসুবিধা, উন্নয়ন, অনুন্নয়ন, প্রত্যাশা ও প্রাপ্তির আলোকে বাস্তবমুখী প্রতিবেদন “সফলতা ব্যর্থতা” ধারাবাহিক ভাবে প্রকাশ করবে সাপ্তাহিক “চলমান বার্তা” আজ প্রকাশ করা হলো ১ ম পর্বে ৯ নং ওয়ার্ড স্বচিত্র প্রতিবেদন।
রংপুর সিটি কর্পোরেশনের অত্যন্ত নিকটবর্তী এলাকা হলেও এটি ছিল তপোধন ইউনিয়নের অংশ বিশেষ। বিড়ি উৎপাদন কেন্দ্র হারাগাছ টু রংপুর সংযোগ সড়ক ব্যতিত এই ওয়ার্ডের সহীত উল্লেখযোগ্য কোন সংযোগ পথ না থাকায় দীর্ঘ সময় এই অঞ্চল ছিল উন্নয়ন বঞ্চিত, অবহেলিত একটি অঞ্চল। এখানে মূলত তামাক চাষ ও কিছু অংশ নি¤œাঞ্চল হওয়ায় পাটের আবাদ ছিল মূখ্য। সম্প্রতি এলাকাটি রসিকের আওতায় চলে আসলে এখানে গড়ে উঠে শান্তিপ্রিয় প্রকৃতিপ্রেমী মানুষের আবাসস্থল। বর্তমানে নাগরিক জীবনের সামগ্রীক সুবিধা নিয়ে আবাসিক এলাকা ব হিসেবে ব্যাপক পরিচিত ৯ নং ওয়ার্ড। এখানে একটি মাত্র সিগারেট তৈরীর কারখানা বিদ্যমান থাকায় এলাকাটির মূল বাজারটির নাম হয়ে উঠে সিগারেট কোম্পানীর মোড়। গভীর রাতে রংপুর নগরীর প্রানকেন্দ্র নিঝুম-নিস্তব্ধ ভুতুরে নগরী হয়ে উঠলেও। সিগারেট কোম্পানী মোড়ে প্রায় সব দোকানপাট খোলা থাকে এবং মানুষের পদচারনায় মুখরিত হয়ে থাকে বাজার এলাকাটি। এখানেই অফিস গড়ে তুলেছেন দেওয়ানী বংশের বর্তমান কর্নধার নজরুল ইসলাম দেওয়ানী । যার দাদা ও বাবা ছিলেন পৈত্রিক সুত্রে প্রাপ্ত অঢেল সম্পত্তির মালিক কালের বির্বতনে যদিও নি¤œগামী হচ্ছে সম্পদের সেই পাহাড় তবুও যেটুকু অবশিষ্ট তা বিক্রি করে চলছে মানবসেবা। বাবার মৃত্যুর পড় থেকে দেওয়ানী বংশের প্রভাবে ভাটা পড়তে থাকে। ক্ষমতা বিকেন্দ্রিকরন নেতৃত্ব বিস্তারের কারনে দাদার অঢেল সেই প্রভাব কিছুটা ব্যাহত হলেও নিঃশেষ হতে দেয়নি মানবসেবার ব্রতধারী দেওয়ানী নজরুল ইসলাম। নব গঠিত সিটি কর্পোরেশনের ৯ নং ওর্য়াডভুক্ত হওয়ার পর এলাকাবাসীর উৎসাহ ও অনুপ্রেরণায় বাধ্য হয়ে নির্বাচনে অংশগ্রহন করেন। এতে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন বিপুল ভোটের ব্যবধানে প্রথম বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয় সমাজসেবক ও মানবপ্রেমি নজরুল ইসলাম দেওয়ানী। নির্বাচনে জয়লাভের পর তিনি প্রথম কর্মসূচী  হিসেবে ওয়ার্ড কে বিদ্যুতায়িত করার উদ্যোগ নেয়। নিজের গৃহীত উদ্যোগ সফল করতে পৈত্রিক সম্পত্তি বিক্রির প্রায় ৩ লক্ষ টাকার বৈদ্যুতিক সরঞ্জাম ক্রয় করে সাহেবগঞ্জ থেকে খলিসাকুড়ির হাট হয়ে কাউন্সিলর অফিসের সন্নিকটের ব্রীজ পর্যন্ত বিশাল এলাকা আলোকিত করেন কাউন্সিলর নজরুল ইসলাম দেওয়ানী। তার এই কার্মকা- প্রত্যক্ষ করে অবশেষে জাইকা প্রতিনিধির নির্দেশনায় পুরো ৯ নং ওয়ার্ডে বিদ্যুত বিস্তার ও সড়ক নির্মানের কাজ এগিয়ে চলছে। অসহায় গরিব দুঃস্থ মানুষের সাহায্য সহযোগিতা অব্যাহত রেখেছেন, গরিব ও মেধাবি ছেলেমেয়েদের অভিভাবকদের আর্থিক সহায়তা, শিক্ষা উপকরন দিয়ে থাকেন। এছাড়াও এলাকার বেশ কয়েকজনকে বিধবা ভাতা, বয়স্ক ভাতা প্রাপ্তির সুযোগ করে দিয়েছেন তিনি। ৯ নং ওয়ার্ড এলাকার স্থায়ী বাসিন্দা এসএ লিটন, তকিটারী এলাকার নুর হাসান চান, দোকানদার শাহজাহান, আজিজুল ইসলাম আজিজ, ব্যবসায়ী আজমল জুম্মাটারী এলাকার ভ্যান চালক অলম, ইট ও বালুর ব্যবসায়ী নুর ইসলাম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন বলেন, প্রায় সকলেই রংপুর সিটি কর্পোরেশন এর যে কয়টি এলাকায় নতুন ওয়ার্ড সংযুক্ত করা হয়েছে, তারমধ্যে নিঃসন্দেহে আমরা অবশ্যই অনেক অগ্রগামী আমাদের এই প্রাপ্তির সকল কৃতিত্বই ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম দেওয়ানীর। এদিকে এলাকার মানুষজন আগামী নির্বাচনে পূন্যরায় কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বি করলে নজরুল ইসলাম দেওয়ানীকে নির্বাচিত করা হবে বলে অকপটে স্বীকার করেন। মুদি দোকানদার শাহজাহান বলেন, নজরুল ইসলাম দেওয়ানীর বিকল্প কোন ভাবনায় আপাতত নেই। কারন দুঃখি মানুষের সাহায্য সহযোগিতা তিনিই করে থাকেন। অপরদিকে এখন পর্যন্ত বাংলাদেশের ১ নং কাউন্সিলরের স্থান অধিকার করে আমাদের মূখ উজ্জল করেছে আমরা ওনার প্রতি কৃতজ্ঞ। এ দিকে, স্বর্ণপদক সহ অসংখ্য পুরুস্কারে ভুষিত কাউন্সিলর নজরুল ইসলাম দেওয়ানীর সঙ্গে কথা হলে তিনি বলেন, ভাই আমি আমার ১৩ জন নাতি নাতনি, ছেলে মেয়ে নিয়ে অত্যন্ত সূখে আছি, আমার কোন সম্পদের প্রয়োজন নেই। আমার এলাকার লোকজন ভালো থাকলেই আমি ভালো থাকবো। আগামীতে নির্বাচন করবেন কি না এমন প্রশ্নের  জবাবে তিনি বলেন, সেটা এলাকাবাসীর মর্র্জির উপর নির্ভর করবে। তাছাড়া কাউন্সিলর হতেই হবে এমন কোন কথা নেই, কাউন্সিলর না হয়েও মানবসেবায় ভুমিকা রাখা যায়, যা আমার বাবা ও তার বাবারা করে গেছেন।

পুরোনো সংবাদ

রংপুর 479771827466801119

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item