সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র আহত হওয়াকে কেন্দ্র করে প্রধান শিক্ষকের কক্ষ ভাংচুর-উত্তেজনা

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
রংপুর সদর উপজেলার পানবাজারে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হরিদেবপুর উচ্চ বিদ্যালয়ের প্রান্তদাস নামে এক অষ্টম শ্রেনীর ছাত্র সড়ক দূর্ঘটনায় আহত হওয়াকে কেন্দ্র করে প্রধান শিক্ষকের অফিস কক্ষ ভাংচুর ও সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসীরা। পরে রংপুর কোতয়ালী থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলেও এনিয়ে এলাকায় অব্যাহত উত্তেজনা বিরাজ করছে। গতকাল সোমবার সকাল ১১টায় এ ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষ দর্শীরা জানান  গত রোববার সকালে স্কুল আসার পথে বিদ্যালয়টির কাছেই হরিদেবপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনির ছাত্র প্রান্ত দাসকে একটি ইট বহনকারী মাহেন্দ্রা ট্রাক্টর পিছন থেকে ধাক্কা দেয়। এতে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হলে বিদ্যালয়টির প্রধান শিক্ষক কিংবা অন্য শিক্ষকরা কেউ এগিয়ে আসেনি। মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হতে থাকলে স্থানীয় জনগণ আশংকাজন অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। এখন সে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের নিউরোলজি বিভাগ সূত্রে জানা গেছে, আহত স্কুল ছাত্র প্রান্ত দাসের এখনো জ্ঞান ফেরেনি। জ্ঞান না ফেরা পর্যন্ত চিকিৎসারত ডাক্তাররা কিছু বলতে পারছেন না। বিক্ষুব্ধ এলাকাবাসী ও শিক্ষার্থীদের অভিযোগ, আহত ছাত্রটিকে মেডিকেলে ভর্তির ব্যাপারে প্রধান শিক্ষক  ও স্কুল কর্তপক্ষ কোন ভূমিকা পালন করেনি। মাহেন্দ্রা ট্রাক্টরের চালককে ধরে স্কুল রুমে তালাবন্ধ করে রাখে স্থানীয় জনগণ ও শিক্ষার্থীরা । কিন্তু প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় রায় বড় অংকের উৎকোচের বিনিময়ে মাহেন্দ্রা ট্রাক্টরের চালককে ছেড়ে দিয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। গুরুতর আহত প্রান্ত দাসের চিকিৎসা করতে হিমশিম খেতে হচ্ছে দারিদ্র পরিবারটিকে। এমনকি প্রধান শিক্ষক আহত ছাত্র প্রান্ত দাসকে দেখতে মেডিকেলে যায়নি। হরিদেবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি একরামুল হক বলেন, আটক মাহেন্দ্রা ট্রাক্টরের চালককে পুলিশের কাছে সোর্পদ না করে ছেড়ে দেয়াটা অন্যায়। বিদ্যালয়টির প্রধান শিক্ষকের একটি বড় অন্যায় করেছেন। বিদ্যালয়টির প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় রায় বলেন, যখন দূর্ঘটনাটি ঘটে তখন আমি স্কুলে ছিলাম না। তিনি মাহেন্দ্রা ট্রাক্টরের চালককে ছেড়ে দেয়ার বিষয়টি অস্বীকার করেন। কোতয়ালী থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান, বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।

পুরোনো সংবাদ

রংপুর 8370394194595129708

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item