পানির হিস্যা আদায়ের দাবিতে রংপুরে মানববন্ধন

মামুনুররশিদ মেরাজুল,নিজস্ব প্রতিনিধিঃ  
     
প্রতিরক্ষা চুক্তি নয়, তিস্তাসহ অভিন্ন সকল নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে মানববন্ধন সমাবেশ করেছে বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা শাখা। গতকাল সকাল সাড়ে ১১টায় স্থানীয় প্রেসক্লাব চত্ত্বরে অনুষ্ঠিত সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
সমাবেশে দলের জেলা সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য পলাশ কান্তি নাগ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কারমাইকেল কলেজ শাখার সভাপতি হোজায়ফা সাকওয়ান জেলিড, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মনোয়ার হোসেন প্রমুখ।
সমাবেশ থেকে নেতৃবৃন্দ ভারতের স্বার্থে প্রতিরক্ষা চুক্তি নয়, তিস্তাসহ অভিন্ন সকল নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার প্রধানকে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। বক্তারা ধর্মান্ধ-মৌলবাদীদের অযৌক্তিক দাবির কাছে আত্মসমর্পন করে সুপ্রিম কোর্টের সামনে থেকে ন্যায় বিচারের প্রতীক ভাস্কর্য অপসারণের চক্রান্তের বিরুদ্ধে সকল অসাম্প্রদায়িক ও দেশ প্রেমিক জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

পুরোনো সংবাদ

রংপুর 902431040413933617

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item