পীরগঞ্জের সাংবাদিক মেরাজুলের বিরুদ্ধে মিথ্যা মামলা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ


জাতীয় দৈনিক নতুন ভোর ও রংপুরের দৈনিক নতুন স্বপ্ন পত্রিকার প্রতিনিধি, ক্রাইম ভিশন টোয়েন্টিফোরডটকমের রংপুর ব্যুারো চীফ,অবলোকনের নিজস্ব প্রতিনিধি, পীরগঞ্জ উপজেলা কৃষকলীগের সহ-সাধারন সম্পাদক এবং পরমানু বিজ্ঞানী প্রয়াত ড.এম এ ওয়াজেদ মিয়ার পৈত্রিক নিবাস ‘জয়সদন’র কেয়ার টেকার সাংবাদিক মামুনুর রশিদ মেরাজুল কে জড়িয়ে জুয়া সংক্রান্ত একটি অসত্য, ভুয়া খবর দৈনিক সমকাল পত্রিকায় সম্প্রতি প্রকাশ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সমকালের পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি মাজহারুল আলম মিলনের মাঝে তর্কাতর্কির একপর্যায়ে দু’সাংবাদিকের হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার পর সমকালের সাংবাদিক মাজহারুল আলম মিলনের সাঙ্গপাঙ্গরা সাংবাদিক মেরাজুলকে পীরগঞ্জে চলাফেরা করতে দিচ্ছে না এবং সাংবাদিক মিলনকে কুপিয়ে আহত করার অভিযোগে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি ও ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করতে একটি কুচক্রী মহল উঠেপড়ে লেগেছে। সাংবাদিক মেরাজুলের বিরুদ্ধে দায়ের করা মামলার এজাহারে বর্নিত ঘটনা ও পত্রিকায় প্রকাশিত খবর সাংঘর্ষিক। পাশাপাশি প্রত্যক্ষদর্শীরাও এ ঘটনায় হতবাক হয়েছে। দু’সাংবাদিকের মাঝে হাতাহাতির ঘটনাকে কেন কোপানো দেখিয়ে মামলা করা হয়েছে, এ ঘটনায় পীরগঞ্জের স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবি নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। প্রতিবাদকারীরা হলেন, পীরগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি আঃ রাজ্জাক প্রধান, সাধারন সম্পাদক খন্দকার রাশেদুল সিদ্দীক, উপজেলা শ্রমিক লীগের সভাপতি লোকমান হোসেন, সাধারন সম্পাদক মোঃ শাহিন মিয়া, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ রংপুর জেলা সভাপতি- এ্যাডভোকেট আজাদ প্রধান, সাধারন সম্পাদক এস,এন,এম চন্দন, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ’র রংপুর জেলা মহানগর আহবায়ক আলী হায়দার সরকার দুলুসহ আরও অনেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
উলে¬খ্য, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক দৈনিক সমকালের পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি মাজহারুল আলম মিলনের অব্যাহত চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করায় সাংবাদিক মামুনুর রশিদ মেরাজুলের বিরুদ্ধে অসত্য খবর প্রকাশের পর এই হাতাহাতির ঘটনা ঘটলো।

পুরোনো সংবাদ

রংপুর 4706447225200300482

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item