রংপুর সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ডে দুই কিলোমিটার রাস্তা পাকাকরন কাজের উদ্বোধন

এস.কে.মামুন
রংপুর সিটি কর্পোরেশনের  ১০ নং ওয়ার্ডের   হাসনা বাজার হইতে  বাওয়াইপাড়া ব্রীজ হয়ে পশ্চিম গিলাবাড়ী জগদিশপুর কমিউনিটি ক্লিনিক পর্যন্ত দুই কিলোমিটার রাস্তা পাকাকরন কাজের উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা  সরফুদ্দীন আহমেদ ঝন্টু (প্রতিমন্ত্রী)।  বৃহস্পতিবার উদ্বোধন উপলক্ষে রংপুর সিটি কর্পোরেশনের  ১০ নং ওয়ার্ডের   পূর্ব গিলাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনার সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা  সরফুদ্দীন আহমেদ ঝন্টু (প্রতিমন্ত্রী),বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ডের  কাউন্সিলর আনোয়ারুল ইসলাম, রংপুর সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ডের  কাউন্সিলর আব্দুর রাজ্জাক, রংপুর সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ডের  কাউন্সিলর কাউন্সিলর মাহবুবার রহমান মঞ্জু, সমাজ কর্মী মাইদুল ইসলাম মুকুল প্রমুখ এ সময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন রসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন, রসিকের নির্বাহী প্রকৌশলী আজম আলী, সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান আসাদ, রংপুর মহানগর দোকান মালিক সমিতির আহবায়ক মোয়াজ্জেম হোসেন মিঠু, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা  সরফুদ্দীন আহম্মেদ ঝন্টু বলেছেন, জীবনের শেষ দিন পর্যন্ত সাধারন মানুষের পাশে থেকে রংপুররে উন্নয়ন করে যেতে চাই । মাটি ও মানুষকে ভালবেশে রংপুরের মানুষের জন্য জীবনকে উৎসর্গ করে যেতে চাই ।  উল্লেখ্য রংপুর সিটি কর্পোরেশনের রাস্তাঘাট এবং ফুটপাত কাম ড্রেন নির্মান প্রকল্পে ৬০ কোটি ব্যায়ে পর্যায়ক্রমে ৩৪টি রাস্তা ও ৩টি ব্রীজ নির্মান করা হবে।

পুরোনো সংবাদ

রংপুর 4648328751736008006

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item