নীলফামারীতে র‌্যাবের হাতে দেড় হাজার ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ২৮ এপ্রিল॥
র‌্যাব-১৩, সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের অভিযানে দেড় হাজার পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। আজ শুক্রবার বেলা ১২টায় জেলার সৈয়দপুর উপজেলা শহরের রংপুর সড়কের হিলি মটরস এলাকা হতে তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবাসায়ী সৈয়দপুর পুরাত বাবুপাড়া মহল্লার মৃত. কাইয়ুমের ছেলে ইকবাল আলম(৩০)।
এ ঘটনায় বিকাল ৩টায় এক প্রেস বিফ্রিং এ ঘটনার কথা জানান র‌্যাব ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবুল কাশেম। তিনি বলে রংপুর বিভাগের আট জেলার মধ্যে এটি এ পর্যন্ত সর্বোচ্চ ইয়াবা ট্যাবলেটের চালান ধরা হলো।
র‌্যাব ক্যাম্পের সহকারী পুলিশ সুপার শাহিনুর কবীর বলেন গোপন সংবাদ পেয়ে সৈয়দপুর উপজেলা শহরের রংপুর সড়কের হিলি মটরস এলাকায় মাদক ব্যবসায়ী ইকবাল আলমকে দেড় হাজার পিস ইয়াবা সহ আটক করা হয়। তিনি আরো জানান উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট স¤পর্কে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে এবং আশপাশের লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী গত দেড় বছর ধরে একজন পেশাদার মাদক ব্যবসায়ী হিসাবে পরিচিতি পায়। সে ইয়াবা ট্যাবলেট সহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছে।
এ ব্যাপারে সৈয়দপুর থানায় র‌্যাব ক্যাম্পের ডিএডি আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করে আসামীকে উদ্ধারকৃত দেড় হাজার ইয়াবা ট্যাবলেট সহ সৈয়দপুর থানায় সপোর্দ্দ করা হয়েছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 2976984839504489260

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item