পঞ্চগড়ে জেমকন লিমিটেডে বেতন বৃদ্ধিসহ ৮ দফা দাবিতে শ্রমিক ধর্মঘট

সাইদুজ্জামান রেজা পঞ্চগড়ঃ-
পঞ্চগড়ে জেমকন লিমিটেডে বেতন বৃদ্ধিসহ ৮ দফা দাবিতে ধর্মঘট কর্মসূচি পালন ও জেলা পরিষদ চেয়ারম্যানকে স্বারকলিপি প্রদান করেছে জেমকন লিমিটেডে কর্মরত শ্রমিকরা। শনিবার সকালে কারখানার মুল ফটকের সামনে শ্রমিকরা অবস্থান ধর্মঘট পালনের পর  দুপুরে শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে জেলা পরিষদ চেয়ারম্যানকে স্বারকলিপি প্রদান করেন। শ্রমিকদের দাবি ক্যাসেল-১ ও ২ এর শ্রমিকদের হাজিরা ১ শত ২৫ টাকার পরিবর্তে ৩ শত ৫০ টাকা করতে হবে। কারখানায় শ্রমিকদের যে কোন দুর্ঘটনায় চিকিৎসার খরচ কর্তৃপক্ষকে বহন করতে হবে। ইচ্ছানুযায়ী শ্রমিকদের অব্যাহতি দেয়া বন্ধ করতে হবে। সরকারী ছুটি বা কোন দিবসে কারখানা বন্ধ থাকিলে দিনের হাজিরা প্রদান করতে হবে। ম্যানেজারকে অন্যত্র বদলী করতে হবে। শ্রমিকদের হুমকি বা গালিগালাজ বন্ধ ও নিজের কর্মস্থলে শ্রমিককে কর্মনিয়োগ এবং কারণ বশত কোন শ্রমিক ভিন্ন কোন পদে বদলী হতে চাইলে তা করতে হবে। সদর উপজেলার মাগুরা ইউনিয়নের হরিপুর গ্রামের শ্রমিক মো: নাজিম উদ্দীন বলেন, ১২ বছর ধরে জেমকন লিমিটেডে কাজ করছি। প্রতিদিন ৮ ঘন্টা কাজের বিনিময়ে আমাকে ১ শত ৮৫ টাকা দেওয়া হয়। গরিনাবাড়ি ইউনিয়নের চিকনমাটি গ্রামের রবিউল ইসলাম বলেন, ৮ ঘন্টা ডিউটির পর ওভার টাইমে বাধ্যতামূলক প্রতি ঘন্টায় ১০ টি পোল বানাতে হবে। সরকারী ছুটির দিনে আমরা বেতন পাইনা।
এ প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে জেমকন লিমিটেডের ম্যানেজার মো: কামরুল ইসলাম বলেন, সকাল থেকে অনেকের সাথে এ বিষয়ে কথা হয়েছে। যা শুনেছেন তাই। কর্তৃপক্ষ যা ভালো মনে করবেন তাই হবে। জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ আমানুল্লাহ বাচ্চু বলেন, বর্তমানে ১ শত ২৫ টাকা হাজিরা কোথাও আছে বলে আমার মনে হয় না। শ্রমিকদের বেতন বৃদ্ধির এই দাবি যৌক্তিক। সংশ্লীষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করবো।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 4432065646475568555

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item