তেঁতুলিয়ায় নছিমন উল্টে পাথর শ্রমিকের প্রাণহানি -আহত ৮

মুহম্মদ তরিকুল ইসলাম, তেঁতুলিয়ায় প্রতিনিধিঃ
তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা পঞ্চগড় মহাসড়কে নছিমন উল্টে ১ জন পাথর শ্রমিকের প্রাণহানি ও ৮ জন গুরুত্বর আহত হয়েছে। জানা যায়, শনিবার সকালে বুড়াবুড়ি ইউপি-র চরকডাঙ্গী গ্রাম থেকে নছিনম যোগে অন্যান্য দিনের ন্যায় বাংলানান্ধায় মহানন্দা নদী থেকে পাথর উত্তোলন ও ভাঁঙ্গার উদ্দেশ্যে রওনা হলে বাংলাবান্দা পঞ্চগড় মহাসড়কের উপর পাগলী ডাঙ্গী নামক স্থানে নাছিমন নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার ধারে উল্টে যায়। এতে ঘটনাস্থলে ১ জন নিহত ও ৮ জন আহত হয়। আহতদের মধ্যে ৬ জন মহিলা পাথর শ্রমিক, ২ জন পুরুষ ও ১ জন শিশু। নিহত আবু হাসান (১৯) চরকডাঙ্গী গ্রামের কসির উদ্দিনের ছেলে। অপর আহতরা হলেন, শাহানাজ বেগম (৩৫), বেগম (২৫), করিমন (৫০), জসিম (১৫), জমিলা (৪৫), রহিমা খাতুন (৫০), রওশনারা (৪৫), আমেনা (৪৫) গুরুত্বর আহত অবস্থায় তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে শাহানাজ বেগম গুরুত্বর আহত হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক জনিয়েছেন। তেঁতুলিয়া হাইওয়ে থানার ওসি এনামুল হক প্রধান জানান, দূর্ঘটনায় নিহত আবু হাসানের মৃতদেহ তেঁতুলিয়া হাসাপাতাল মর্গে রয়েছে ময়না তদন্তের জন্য পঞ্চগড় মর্গে প্রেরণ করা হবে।

পুরোনো সংবাদ

প্রধান খবর 7587670819941704955

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item