পঞ্চগড়ে সাংস্কৃতিক কর্মীদের জঙ্গিবাদ ও মৌলবাদের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন

মোঃ তোতা মিয়া, পঞ্চগড় প্রতিনিধি:

অসাম্প্রদায়িক বাংলাদেশের বিরুদ্ধে কিছুই মানি না, জঙ্গিবাদ ও মৌলবাদের বিরুদ্ধে পঞ্চগড় জেলার সাংস্কৃতিক কর্মীবৃন্দরা আজ সকাল ১০.৩০ মি: ঘটিকায় শহরের প্রাণ কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে সকলে মিলিত হয়ে প্রতিবাদ ও মানববন্ধন করেন। মানব বন্ধনে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার ও সম্মিলিত সাংস্কৃতিক এর সভাপতি মির্জা আবুল কালাম দুলাল বক্তবে বলেন আমরা সাংস্কৃতিক মনা, মৌলিক অধিকার এর মাধ্যমে সাংস্কৃতিক বিষয়টি মৌলিক অধিকারে পরে, বাংলাদেশের আনাচে কানাচে জঙ্গিবাদ ও মৌল বাদের দিন দিন উৎপাদ বেড়েই চলছে সাধারণ মানুষ স্বাধীন ভাবে চলা ফেরা করতে পারছে না। মনে আতঙ্ক নিয়ে সব সময় থাকতে হয়। আমরা যারা সাংস্কৃতিক গোষ্ঠী আছি তারাও বড় বড় অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে ভয় পাচ্ছে। আমরা চাই স্বাধীন বাংলায় স্বাধীন ভাবে শান্তিতে নিরাপদ ভাবে এদেশে বসবাস করতে পারি। আমরা সকলে একত্রিত হয়ে জঙ্গিবাদ ও মৌলবাদের বিরুদ্ধে রুখে দাড়ালে এরা কোন মতে তাদের লক্ষ্যে পৌছাতে পারবে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টায় আমরা বর্তমানে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছি। জঙ্গিবাদ ও মৌলবাদের কারণে দেশ পিছিয়ে যাচ্ছে। সভাপতি বলেন আমরা জঙ্গিবাদ ও মৌলবাদ এদের দেশ থেকে সমন্বিত হয়ে সরিয়ে ফেলবো। মানব বন্ধনে আরো শুভেচ্ছা বক্তব্য দেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবুল, কমিনিষ্ট পার্টির জেলা সম্পাদক মোঃ রেজাউল ইসলাম, পঞ্চগড় আইনজীবির বার সেক্রেটারী মোঃ এরশাদ হোসেন সরকার, সদর থানা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ ইসমাইল হোসেন, রবীন্দ্র সম্মিলিত পরিশোধের সভাপতি এন.এ হান্নার প্রমুখ।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 5273901756059674703

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item