পঞ্চগড়ে নাবালকের সাথে সাবালিকার বিয়ে

মোঃ তোতা মিয়াপঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় সদরে দমনী গ্রামে এই বিয়ে ঘটনা ঘটে। এলাকাবাসীরা জানান ১৫/০৪/২০১৭ইং রোজ মঙ্গলবার বেলা ২.০০ ঘটিকার সময় এই বিয়েটি সম্পর্ন হয়েছে। বিয়েটিতে তেমন কোন আযোজন করেননি। বিয়ে ভেঙ্গে যাওয়ার ভয়ে। স্বরজমিনে গিয়ে দেখা গেছে পঞ্চগড় সদরে দমনী গ্রামের মোঃ বাবুল মিয়ার  কলেজ পুড়–য়া মেয়ে মোছাঃ রিপা আক্তার (১৭) সাথে মোঃ ফয়জুল হোসেন গ্রাম শিং পাড়া তার ছেলে সবুজ (১৬) এর সাথে এই বাল্য বিয়েটি হয়। মোছাঃ নিপা পঞ্চগড় ব্যারিস্টার স্কুল এন্ড কলেজে এইচ,এস,সি প্রথম বর্ষের ছাত্রী। বিয়েটি বাল্য বিয়ে হওয়ায় গ্রামের অনেকেই দাওয়াত পেয়েও ঐ বিয়েতে আসেননি। জানা গেছে ঐ গ্রামের কিছু স্বার্থ লোভী অসচেতন অভিভাবক ভুয়া এফিডেভিট দেখিয়ে এই বাল্য বিয়েটি দেয়। তাছারা ভুয়া রেজিস্টারে কাজীরা এসব বাল্য বিয়ে দেওয়া টা নতুন কিছু নয়। এরকম ভুয়া রেজিস্টারে অনেক বাল্য বিয়ে হচ্ছে। এসব বাল্য বিয়ে ঠেকাতে কর্তৃপক্ষদের মোবাইল ফোনে জানালে কোন ফলাফল পাওয়া যায়নি বলে অনেকেই অভিযোগ জানান।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 8016207335831173775

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item