পঞ্চগড়ে টমেটোর বাম্পার ফলন; দাম না থাকায় কৃষক হতাশ

মোঃ তোতা মিয়া,পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড় জেলার সর্বত্র পাঁচটি উপজেলায় টমেটো এবার বাম্পার ফলন হয়েছে। প্রতি একরে তিনশত মনের উর্দ্ধে ফলন হওয়ার আশা করছেন কৃষকগণ। পঞ্চগড়ে আবহাওয়া বৈরী থাকার  পরও শত প্রতিকূলতার মাঝে কৃষকগণ দিনরাত্রী পরিশ্রম করে উচ্চ ফলনশীল কনক বীজ জাত ব্যবহার করে ক্ষেতে বাম্পার ফলন দেখতে যাচ্ছে। পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের কৃষক হাসিবুল ইসলাম, পিতা- তছির উদ্দীন, গ্রাম- জয় বাংলা, জিয়া, পিতা- আঃ রহমান, গ্রাম-বনগ্রাম, বাবুল, গ্রাম-দালালপাড়া জানায়, টমেটো কনক বীজ ব্যবহার করে ক্ষেতে প্রচুর ফলন দেখা যাচ্ছে। তবে বাজারে মূল্য কম থাকায় উৎপাদনের খরচ উঠছে না। টমেটো বাজারে প্রচুর থাকায় টমেটো চাষ করে পুষিয়ে উঠতে পারছিনা।টমেটো বীজ বিক্রেতা হামিদুল ইসলাম সুমন হাড়িভাসা  জানায় কৃষকের ক্ষেতে প্রচুর টমেটো পেকে পড়ে যাচ্ছে। স্থানীয় বাজারে ক্রেতা না থাকায় টমেটো চাষীরা পানির দরে বিক্রি করেছেন।তবে রাজধানীসহ বিভিন্ন জেলায় পুরো দমে ক্রেতাগণ ক্রয় করতে শুরু করলে কৃষকেরা লাভবান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 8965117728330748516

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item