পঞ্চগড়ের আটোয়ারীতে সাউন্ড গ্রেনেড উদ্ধার।

সাইদুুুজ্জামান রেজা পঞ্চগড়  :
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার জোতদারপাড়া সীমান্তে পরিত্যক্ত অবস্থায় একটি সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।রবিবার (৩০-০৪-১৭) সকালে জোতদারপাড়া সীমান্তের রমজানপাড়া এলাকায় ৪১১ নম্বর মেইন পিলারের কাছে বাংলদেশ সীমান্তের অভ্যন্তরে জনৈক মালেক এর চা বাগান থেকে ওই সাউন্ড গ্রেনেড উদ্ধার হয় (বিজিবি)।বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জোতদারপাড়া কোম্পানি কমান্ডার সুবেদার দিদার আহমেদ সাউন্ড গ্রেনেড উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে স্থানীয়রা সীমান্তের ওই চা বাগানে সাউন্ড গ্রেনেডটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে বিজিবিকে খবর দেয়।খবর পেয়ে জোতদারপাড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সাউন্ড গ্রেনেডটি উদ্ধার করে আটোয়ারী থানায় হস্তান্তর করে। এ সময় বিজিবির পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরিও করা হয়।বিজিবি-র কোম্পানি কমান্ডার আরও জানান, হয়তো কোন সময় কোন ব্যক্তি এই সাউন্ড গ্রেনেডটি ছুঁড়েছিল। কিন্তু সেটি বিস্ফোরিত না হয়ে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। তবে সাউন্ড গ্রেনেডটি সক্রিয়া আছে কি না তা বিশেষজ্ঞ ছাড়া বলা সম্ভব নয়।আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো: আমিনুল ইসলাম গ্রেনেড উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 5824370572603132083

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item