তেঁতুলিয়ার শালবাহান হাটে মহিলা মার্কেটের একমাত্র শৌচাগারটি ভেঙ্গে দিয়েছে ইউপি চেয়ারম্যান

মুহম্মদ তরিকুল ইসলাম,তেঁতুলিয়া প্রতিনিধিঃ
তেঁতুলিয়া উপজেলার সর্ববৃহৎ শালবাহান হাটের মহিলা মার্কেটের একমাত্র শৌচাগারটি ভেঙ্গে দিয়েছে ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান লিটন।ব্যবসায়ীদের অভিযোগ থেকে জানা যায়,, ৪নং শালবাহান ইউপি চেয়ারম্যান মো: ফজলুর রহমান লিটন হানিফ হাস্কিং মিলের মালিকের কাছ থেকে মোটা অঙ্কের উৎকোচ-এর বিনিময়ে মহিলাদের একমাত্র ব্যবহৃত শৌচাগারটি ভেঙ্গে দিয়েছে। হানিফ হাস্কিং মিলের রাস্তা থাকা সত্বেও পূণরায় রাস্তা তৈরি করার জন্য মিল মালিক চেয়ারম্যান লিটনের সাথে গোপন চুক্তির ভিত্তিতে গত শুক্রবার ল্যাট্রিনটি ভেঙ্গে দেয়। সরকার মহিলাদের ব্যবসা বাণিজ্যে সম্পৃক্ত করার লক্ষে দেশের বৃহত্তর হাট-বাজারে মহিলা মার্কেট নির্মাণ করে তাদের সুবিধার্থে মার্কেট সংলগ্ন ৫লাখ টাকা ব্যয়ে শৌচাগারটি নির্মাণ করেন।এক পর্যায়ে চেয়ারম্যান লিটন তা ভেঙ্গে গুঁড়িয়ে দেয়। এ ব্যাপারে মহিলা মার্কেটের ব্যবসায়ী ডা. বানেছা খাতুন বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ শৌচাগারটি ব্যবহার করে আসছি। রাস্তা প্রশস্ত করার কোনো প্রয়োজন না থাকলেও তিনি মহিলাদের ব্যবহারের জন্য নির্মিত স্থাপনাটি কেন ভেঙ্গে দিলেন তা জানার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেন। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান লিটনের সাথে জানতে চাইলে তিনি জানান, নতুন ভাবে সরকারি বাজেট আসায় ভেঙ্গে দেয়া হয়েছে। তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসারের সাথে মুঠোফনে কথা বললে তিনি জানান, চেয়ারম্যান লিটন সাহেবের মহিলা মার্কেটের শৌচাগার ভাঙ্গার ব্যাপারে অভিযোগ এসেছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। তবে উপজেলা প্রকৌশলীর সাথে মুঠোফনে এ ব্যাপারে জানতে চাইলে তিনি এ প্রতিনিধিকে চিনেন না বলে ফোনটি কেটে দেন। এলাকাবাসী ও হাটের ব্যবসায়ীরা জানান, জনসাধারনের সুবিধার্থে এতবড় হাটে ল্যট্রিন ও বিশুদ্ধ পনির টিউবওয়েল তো নাই!! উপরন্ত সরকার মহিলাদের ব্যবহারের জন্য নির্মিত একমাত্র শৌচাগারটি চেয়ারম্যান সাহেব ভেঙ্গে দিলেন ।মহিলারাতো যেখানে সেখানে প্র¯্রাব-পায়খান করতে পারেন না। তাই চেয়ারম্যান ফজলার রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশু হস্তক্ষেপ কামনা করেন।     

পুরোনো সংবাদ

পঞ্চগড় 3472924540844747484

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item