পঞ্চগড়ে ড্রিল ড্রেজার (বোমা)মেশিন বন্ধ করতে প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করছে এলাকাবাসী।

সাইদুজ্জামান রেজা পঞ্চগড়।
 পাথর রাজ্য হিসেবে খ্যাত প্রাকৃতিক কন্যা পঞ্চগড়ের তেতুলিয়া, পাথর উত্তেলনের নামে অবৈধ ড্রিল ড্রেজার (বোমা) মেশিন দিয়ে পরিবেশ ধংশ করে রীতিমতো হরিলুট চালানো হচ্ছে দীর্ঘদিন থেকে। পাথর খেকোদের তাণ্ডবের ফলে যেমন নষ্ট হচ্ছে সৌন্দর্যকন্যা তেতুলিয়ার পরিবেশ তেমনি সরকার হারাচ্ছে লাখ লাখ টাকার রাজস্ব। পাশাপাশি ক্ষতবিক্ষত হচ্ছে এসব এলাকা। হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকার পরেও সরকারের কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে দীর্ঘদিন থেকে এসব ভুমি দ্যসু, পাথর ব্যবসায়ী এ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বর্তমান তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের গনাগছ, ঘগার খাল,কালিয়ামনি করতোয়া নদী, কুকুরমুহা, শিপাইপাড়া গ্রাম সহ বিস্তীর্ণ এলাকায় চলছে অবৈধ ড্রিল ড্রেজার (বোমা) মেশিন দিয়ে পাথর উত্তোলন। তেঁতুুলিয়ার বিস্তীর্ণ এলাকায় প্রতি রাতে শতাধিক বোমা মেশিন দিয়ে সমতল ভুমি বা নদীর ৫০ থেকে ১০০ ফুট গভীর পর্যন্ত উত্তোলন করা হচ্ছে নুড়িসহ অন্যান্য পাথর। এতে সমতল ভুমি সহ নদীগর্ভের বিস্তীর্ণ এলাকায় সৃষ্টি হচ্ছে বিশাল শূন্যতার। ফলে যে কোনো মুহূর্তে এলাকায় ভয়াবহ ভূমি ধসের আশংকা করছেন পরিবেশবিদরা। আর ড্রেজারের মাধ্যমে পাথর উত্তোলন বন্ধে স্থানীয়ভাবে মানববন্ধন, প্রতিবাদ সভার আয়োজন করা হলেও সুবিধাভোগীদের কারণে সে আন্দোলনে কোনো ফল হয় না। উল্টো প্রতিবাদকারীরা মামলা-হামলাসহ নানা হয়রানির মুখে পড়েন। অথচ এ প্রক্রিয়ায় পাথর উত্তোলনে হাইকোর্টের নিষেধাজ্ঞাও রয়েছে। কিন্তু হাইকোর্টের সে নির্দেশ বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আদৌ কোনো উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না। এলাকাবাসী বলছেন, তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের গনাগছ ও কুকুরমুহা নদীসহ বিভিন্ন পয়েন্টে শতাধিক স্থানে কয়েক শত অবৈধ ড্রিল ড্রেজার (বোমা) মেশিন দিয়ে পাথর উত্তোলন করা হচ্ছে। এজন্য তেঁতুলিয়া থানা পুলিশ, প্রশাসন, রাজনৈতিক ও প্রভাবশালী কতিপয় ব্যক্তির নামে প্রতিটি মেশিন বাবদ প্রতিরাতে ৭ হাজার টাকা হারে গড়ে প্রায় ৭ লাখ টাকা প্রতিদিন অবৈধ মেশিন মালিকদের কাছ থেকে আদায় করা হয়। ফলে সারারাত শতাধিক ড্রেজার মেশিনের শব্দে লোকজনের ঘুম হয় না।  তেঁতুলিয়া থানার পুলিশ সেসব স্থান সহ নদীতে গিয়ে কাউকেই পায় না অজ্ঞাত কারনে।এবিষয়ে পঞ্চগড় জেলা কে প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষার জন্য অবৈধ ড্রিল ড্রেজার (বোমা) মেশিন বন্ধ করার জন্য এলাকাবাসী,সুশীল সমাজ,পরিবেশবিদগন সরকারের বিভিন্ন দপ্তরে প্রতিকার চেয়েও কোন ফল না পেয়ে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করছে পঞ্চগড় জেলার মানুষ।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 3540532685344869255

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item