পঞ্চগড়ে একই জায়গায় দুটি সড়ক দূর্ঘটনায় হারালো দুটি তাজা প্রাণ

মোঃ তোতা মিয়া,পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় ধাক্কামারা ইউনিয়নের আমতলা গ্রামে ট্রাকটরের চাকায় পিষ্ট হয়ে পর পর হারালো দুটি তাজা প্রাণ। গত রবিবার রাত আনুমানিক ৮.০০ ঘটিকার সময় আমতলা গ্রামের আনু (২৮) নামের এক পথচারি মহিলাকে ট্রাকটরের চাকায় পিষ্ট হয়ে জীবন হারাতে হল। এলাকা সূত্রে জানাগেছে গত ৪ দিন আগেও একই এলাকায় আরো একজন ট্রাকটরের চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন। বর্তমান প্রেক্ষাপটে সড়ক র্দূঘটনা যেন প্রতিদিনের একটি তুচ্ছ বিষয়। অদক্ষ চালকের বেপরোয়া গাড়ী চালানো কারণে এই সব সড়ক র্দূঘটনা ঘটছে বলে মানুষের ধারনা। তাছারা প্রশাসনের দূর্বলতা ও চাঁদাবাজিতে এসব অদক্ষ ড্রাইভারের হিরিক। তারা সড়কে ও মহা সড়কে তাদের ইচ্ছেমত গাড়ী চালিয়ে থাকেন। পুলিশ টাকা পেলে দেখেননা কে চালক আর কে হেলপার? এলাকার অভিভাবকরা তাদের শিশুদের স্কুলে পাঠিয়ে বাসায় বসে শিশুদের চিন্তায় পহর গুনেন। যে কখন শিশুটি ভালো ভাবে বাসায় ফিরে আসবে। আর অদক্ষ চালকরা সড়কে মহা সড়কে যে ভাবে বেপরোয়া গাড়ী চালিয়ে থাকেন তাতে করে সড়কে র্দূঘটনা হওয়াটাই স্বাভাবিক। বর্তমানে দেখা গেছে সড়ক র্দূঘটনায় কেউ মারা গেলে মাত্র ২০ হাজার টাকায় চালক কতৃপক্ষ ও গাড়ীর মালিকরা বিষয়টি ওখানে খালাশ করে দেন। এভাবে চলতে থাকলে অদক্ষ চালকরা দিন দিন তাদের বেপরোয়া কার্যক্রম বারতেই থাকবে। ঐ এলাকার মানুষেরা জানান আর কখনো এই সব অবৈধ ট্রাকটর এলাকায় সড়ক র্দুঘটনা ঘটালে তাদেরকে ছার দেওয়া হবেনা। আমরা সবাই এক হয়ে তাদেরকে প্রতিহত করব।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 8490903626468265891

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item