ডোমারে ৪ দিন ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান।

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) প্রতিনিধিঃ-

নীলফামারী ডোমারে বিশ্ব শান্তি কল্পে কলিযুগের জীবের মুক্তি কামনায়। স্বর্গীয় তুলসীদাস ব্রজবাসী (বাচ্চাসাধুর) মৃত্যু বার্ষিকী উপলক্ষে ১১ম বার্ষিকী ৪দিন ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত। শুক্রবার রাতে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা শ্রী শ্রী দেবাদীদেব মহাদেব বাচ্চাসাধুর আশ্রমে পরিচালনা কমিটির সভাপতি বাবু রাজেন্দ্র নাথ রায়ের সভপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আঃলীগের সম্পাদক তোফায়েল আহমেদ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট আলহাজ্ব মনোয়ার হোসেন, ইউপি সদস্য হাচানুর রহমান। আঃমীলীগ নেতা হরিকান্ত রায়, আরিফ হোসেন জিয়া, অমরজিৎ সিংহ, প্রদীপ অধিকারী, মনিভুষন রায়, কলম্বো রায়, শিপেন্দ্র নাথ রায়, চিত্ররঞ্জন বর্ম্মন, অজিৎ রায়  প্রমূখ বক্তব্য রাখেন। ৩এপ্রিল সোমবার রাত ১০টায় শ্রীমদ্ভগবত গীতা পাঠ অন্তে, মঙ্গলঘট স্থাপন, শুভ অধিবাস, তুলসি আরতি ও নগর পরিক্রমার মধ্যদিয়ে যজ্ঞানুষ্ঠানের শুভ সুচনা করা হয়। উক্ত মহানাম যজ্ঞানুষ্ঠনে দেশের সুনামধন্য দলের মধ্যে নারী পুরুষ মিলে মোট ৮টি দল নামসুধা  পরিবেশন করবেন। কীর্ত্তন দেখতে আসা হাজারো ভক্তের ঢল নামে, যেনো আশ্রম প্রাঙ্গন মিলন মেলায় পরিনত  হয়েছে। এর মধ্যে নারী ভক্তদের উস্থিতি ছিল চোখে পড়ার মতো। পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ডাঃ দোলন চন্দ্ররায় জানান, ২০০৬ সালে বাচ্চা সাধুর মৃত্যুর পর থেকে এই আশ্রমে যজ্ঞানুষ্ঠান, কির্ত্তন, হিন্দু ধর্ম সভা সহ দূর্গো উৎসব করে আসছি। শুধুমাত্র আর্ধিক অসশ্চলতা ও পৃষ্টপোষকতার অভাবে এধরণের অনুষ্ঠান করতে আমাদের ভিষনভাবে হিমসিম খেতে হয়। এলাকার জনপ্রতিনিধি বা সরকারী ভাবে কোনো প্রকার সাহায্য সহযোগিতা পেলে আগামীতে এর চেয়ে আরো বড় ধরণের অনুষ্ঠান করা সম্ভব বলে মত প্রকাশ করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 3663874589129877494

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item