ডোমারে হিন্দু সম্প্রদায়ের মা মনষার মন্দির ভাংচুর

আনিছুর রহমান মানিক, ডোমার, (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারী ডোমারে হিন্দু সম্প্রদায়ের মন্দির ভাংচুরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে পৌর এলাকার চিকনমাটি ভাদুর স্কুল হিন্দু পাড়া গ্রামে।  সরেজমিনে যানাযায়, উক্ত গ্রামের তুলা রামের সাথে প্রতিবেশী তাতী পাড়ার মৃত ইব্রাহিমের ছেলে আব্দুল কাদেরের সাথে জমিজমা নিয়ে দির্ঘদিন ধরে ঝগড়া বিবাদ চলে আসছে।  শনিবার বিকালে অবিনাশের স্ত্রী মল্লিকা রানী বাড়ীর সামনে মা মনষার মন্দিরের পার্শ্বে গরু রাখার চালা তুলতে গেলে আব্দুল কাদের এসে বাঁধা দেয়। বাকবিতর্কের এক পর্যায়ে আব্দুল কাদের ক্ষিপ্ত হয়ে হাতে থাকা দা দিয়ে গরুর চালা ও মন্দিরের বেড়া সব কেটে ফেলে দেয় এবং মন্দির ভাংচুর করে বলে তারা জানান। ডোমার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান পরিষদের সম্পাদক শ্রী নিখিল চন্দ্র সাহা বিষয়টি থানায় জানালে, এসআই প্রদীপ কুমার রায়, অনন্ত কুমার রায় ঘটনা স্থলে গিয়ে বিষয়টি জানার চেস্টা করে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিবে বলে জানান। তুলা রামের স্ত্রী শ্যানোবালা জানান, আব্দুল কাদের ১শতক জমি দাবী করে বিগত দিন ধরে আমাদের উপর অন্যায় অত্যাচার করে আসছে। ভাংচুরের সময় তার শাটের কলার ধরেছিলাম আমাদের চিৎকারে সবাই বেড়িয়ে ্আসায় ভয়ে পালিয়ে যায়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানার হিন্দু সম্প্রদায়ের নেতারা।  এবিষয়ে আব্দুল কাদের মুঠোফোনে বারবার যোগাযোগের চেস্টা করেও ফোন রিসিফ করেনি ।  

পুরোনো সংবাদ

নীলফামারী 7632582581060684236

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item