নীলফামারীতে পপ সম্রাট ফিরোজ সাঁই স্মৃতি পদক প্রদান ও গান কবিতার আসর।

আনিছুর রহমান মানিক, ডোমার, (নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারীতে মরমী ও পপ গানের অগ্রণী কন্ঠশিল্পী ফিরোজ সাঁই স্মৃতি পদক প্রদান ও গান কবিতার আসর। ২১এপ্রিল সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ফিরোজ সাঁই স্মৃতি সংসদের সভাপতি কন্ঠ শিল্পী ফারুক ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন। অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পল্লীকবি পুত্র খুরশীদ আনোয়ার জসীম উদ্দীন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি আহসান রহিম মঞ্জিল, এ্যাড মালা জেসমিন, সংস্কৃকি সেবী সৈয়দ উল ইসলাম দুলু। অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনায় তরুন কবি সেলিনা সাথী। পরে দেশে বিশেষ ভুমিকা রাখায় ৬ গুনী ব্যাক্তিদের মধ্যে সাহিত্য ও গীতিকার রচনায় বিশ্ববাতায়নের কবি কথাকার সালেম সুলেরী, মুক্তিযুদ্ধে বিশেষ অবদানে শহীদ বুদ্ধিজীবী(মরণোত্তর) জসিম উদ্দিন,পাক পতাকা পোড়ানো বাবু সমীর কুন্ডু, ক্রীড় ক্ষেত্রে প্রবীণ ফুটবলার ম্হাাবুবুল হক, জাতীয় স্থানীয় ক্রীড়া ও শরীরচর্চায় নেছার আহমেদ, অভিনয় ও নাট্য পরিচালক প্রতিশ্রুতিশীল তরুন সাগর রেইন কে ফিরোজ সাঁই স্মৃতি পদক প্রদান করা হয়। শেষে প্রভাষক মোস্তফা ফিরোজ প্রধান, সহিদুল ইসলাম সরকার, সাকিলা ড্যানি, মুন্নুজান ঝর্ণা, সাংবাদিক আনিছুর রহমান মানিক, রনজিৎ কর্মকার, রুনী আক্তার প্রমূখ গান ও কবিতা পরিবেশন করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 8065853227369373158

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item