শেখ হাসিনার অধীনেই ১৯ সালের পূর্বেই জাতীয় সংসদ নির্বাচন হবে -দিনাজপুরে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

মোঃ আব্দুস সাত্তার,দিনাজপুর প্রতিনিধি ॥
স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, খালেদা জিয়ার শাসনামলে জঙ্গী সৃষ্টি হয়েছিল বাংলাভাই ও শায়েখ রহমান সৃষ্টি হয়েছিল তারা দমন করতে পারেনি। ৩০ জন বিদেশী হত্যা করা হয়েছিল । সেই জঙ্গী নির্মুল করেছেন শেখ হাসিনা। মন্ত্রী বলেন ১৯ সালের পূর্বে নির্বাচন হবে এবং সেই নির্বাচন হবে শেখ হাসিনার অধীনেই। এবার যদি বিএনপি নির্বাচনে অংশগ্রহন না করে তা হলে বাটি চালিয়েও খালেদা জিয়াকে খুজে পাওয়া যাবে না। জনগনকে সেবা দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, গ্রামাঞ্চলের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিক করেছেন। দেশে প্রতিটি সরকারী হাসপাতাল মেডিকেল কলেজ হাসপাতাল ক্লিনিক  জনগনের সেবার জন্য । চিকিৎসক সংকট না থাকে এ জন্য আরো ৫শ চিকিৎসক নিয়োগ দেয়া হবে। স্বাস্থ্য মন্ত্রী এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতাল এর উন্নয়নে ১শ কোটি টাকা বরাদ্দের ঘোষনা দেন। ২০ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে মেডিকেল কলেজ চত্ত্বরে এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ দিনাজপুর’র আনুষ্ঠানিক নাম এবং আইসিইউ (নিবির পরিচর্যা কেন্দ্র) কার্যক্রম উদ্বোধন উপলক্ষ্যে এক সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ কামরুল আহ্সানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের চিফ হুইপ আসম ফিরোজ এমপি, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন, জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৩ আসনের এমপি ইকবালুর রহিম, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ সারওয়ার জাহান, জেলা প্রশাসক মীর খায়রুল আলম প্রমুখ। এ ছাড়াও অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন এম আব্দুর রহিম পরিবারের পক্ষ থেকে অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা  ও ডাঃ নাদিরা সুলতানা, রংপুর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মোঃ মোজাম্মেল হোসেন, এম আব্দুর রহিম মেডিকেল কলেজের উপাধ্যাক্ষ ডাঃ কান্তা রায় রিমি, বিএমএ দিনাজপুর জেলা শাখা সাধারণ সম্পাদক বিশিষ্ট চিকিৎসক ডাঃ বিকে বোস ও স্বাচিপ দিনাজপুর জেলা শাখার সভাপতি বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডাঃ মোঃ শহিদুল ইসলাম খান। এর আগে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালের নাম ফলকের উন্মোচন করেন এবং ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ)’র ফলক উন্মোচন করেন।

পুরোনো সংবাদ

প্রধান খবর 4541075941288545473

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item