নজরুল একাডেমীর নজরুল উৎসব: এপ্রিল ২০১৭ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি-
নজরুল একাডেমী  জাতীয় কবি ও মহা বিশ^কবি কাজী নজরুল ইসলাম এর সৃষ্টিকর্মের আলোকে অনন্তকালব্যাপী নিয়মিত মাসিক অনুষ্ঠান ‘নজরুল উৎসব’ ২৮ এপ্রিল ২০১৭ শুক্রবার সন্ধ্যা ৬:৩০টায় একাডেমী ভবনে আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ দেন সাধারণ সম্পাদক মিন্টু রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি মোহাম্মদ আবদুল হান্নান। সঙ্গীতানুষ্ঠানের শুরুতে শিল্পী দম্পতি মঞ্জুষা চক্রবর্তী ও বিশিষ্ট সেতারবাদক ড. ধ্রুবজ্যোতি চক্রবর্তীকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। নজরুল একাডেমী থিম সং Ñ‘একি অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী....’ সমবেত সঙ্গীতটির মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরু হয়। একক সঙ্গীতানুষ্ঠানে কলকাতা, ভারত থেকে আগত প্রখ্যাত নজরুলসঙ্গীত শিল্পী মঞ্জুষা চক্রবর্তী ও শিল্পী সৈয়দ মেহের হোসেন অতিথি শিল্পী হিসাবে বেশ কয়েকটি নজরুল সঙ্গীত পরিবেশন করেন। এছাড়া নজরুল একাডেমী শিক্ষক Ñ করিম শাহাবুদ্দীন, মোঃ বদিউজ্জামান, মোহাম্মদ মাজহারুল ইসলাম, তানজিনা করিম স্বরলিপি। শিল্পী মিন্টু রহমান, সালামত হোসেন চৌধুরী, গোলাম মোসাব্বির, রেজা মতিন, মাহতাবুল আলম,  সম্পা দাশ, রেবেকা সুলতানা, মাহমুদা আঞ্জুম বৃষ্টি, মাইশা জারিন প্রমুখসহ উন্মুক্ত নজরুল মঞ্চের শিল্পী ও শিক্ষার্থী শিল্পীবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে তবলায় সহযোগিতা করেন দেশের বরেণ্য তবলা বাদক সৈয়দ মেহের হোসেন ও একে আজাদ প্রধান।

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 7618755396945143236

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item