তথ্য চাইতে গিয়ে সাংবাদিককে হুমকি। নিরাপত্তা চেয়ে সাংবাদিকের জিডি।

মোঃ শামীম হোসেন বাবু,কিশোরগঞ্জ(নীলফামারী)সংবাদদাতাঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে (রাকাব)  তথ্য চাইতে গিয়ে ব্যাংক ম্যানেজারের হাতে লাঞ্চিত হয়েছেন স্থানীয়  জাতীয় দৈনিকের দুই সাংবাদিক।  এ ঘটনায় সাংবাদিককে মিথ্যা মামলায় জড়িয়ে থানায় মামলা সহ প্রাণনাশের হুমকি দেয়ায় স্থানীয় থানায় জিডি করেছে  সাংবাদিক।
দৈনিক বাংলাদেশ টুডের কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধি মহিউদ্দিন শেখ মাফি ও দৈনিক আমাদের অর্থনীতির কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ মিজানুর রহমান গত ২২ মার্চ’২০১৭ খ্রিঃ তারিখে  তথ্যের জন্য  রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কিশোরগঞ্জ শাখার ব্যবস্থাপক ফিরোজ আহমেদ ফারুকের কাছে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে উঠেন। এক পর্যায় তিনি তথ্য অধিকার বিধিমালার পুরণকৃত ‘ক’ ফরমটি ছুঁড়ে ফেলে দেন। এসময় তিনি আরো বলেন, এ বিষয়ে লেখালেখী করলে মিথ্যা ঘটনা সাজিয়ে থানায় মামলা দেব। তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে গিয়ে তাকে শান্ত হতে বললে তিনি আরো ফেটে পড়েন। তিনি হুশিয়ার করে বলেন, পরবর্তীতে কোন তথ্যের জন্য ব্যাংকে আসলে আমার লোকজন দিয়ে হাত-পাঁ ভেঙ্গে দেবে। এদিকে অকাস্মাৎ তার আচরণে সাংবাদিকরা হত-বিহ্বল হয়ে যায়। ওই দিনই সাংবাদিকরা নিরাপত্তার জন্য কিশোরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন। জিডি নং- ১০১১। তারিখ- ২২/০৩/২০১৭খ্রিঃ। ওই ব্যাংকের তথ্যের জন্য সাংবাদিকরা ব্যবস্থাপক বরাবর তথ্য অধিকার বিধিমালার ‘ক’ ফরমটি গত ২৭ মার্চ’২০১৭ খ্রিঃ তারিখে পোষ্ট অফিসের মাধ্যমে রেজিষ্ট্রি করে পাঠিয়ে দেন। এ ব্যাপারে ব্যবস্থাপক ফিরোজ আহমেদ ফারুকের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সাংবাদিকরাও আমাকে হুমকি দেখিয়েছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 5493818853881825299

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item