ডোমারের গোমনাতীতে ব্রীজ আছে রাস্তা নাই


জাহিদুল আলম প্রধান রফিক-নীলফামারী জেলার ডোমারের গোমনাতীতে দুটি ব্রীজ নির্মিত হওয়ার পরেও যোগাযোগ ব্যাবস্থা নিয়ে দূর্ভোগে পড়েছে এখানকার সাধারন মানুষ ও ছোট ছোট শিশু শিক্ষার্থীরা।তথ্য সুত্রে জানা যায়,উওর দিক থেকে প্রবাহিত হওয়া ভারতের পানি এই পাঙ্গা নদী দিয়ে আসায় লোয়ার চিলাহাটি পানি ব্যবস্থাপনা সমবায় সামিতি ও এলজিডির সহযোগীতায় কেতকীবাড়ী  আমবাড়ী সড়কে ১৯৯৯ সালে একটি রেগুলেটর ব্রীজ(সুইচ গেট) নির্মান করা হয়।কিন্তু ২০০১ সালের বন্যায় এ ব্রীজ দিয়ে পাানি ঠিকমত প্রবাহিত না হওয়ায় উওরের ভোগডাবুড়ি ও কেতকীবাড়ীর অনেকটা অংশ পানিতে ডুবে যায় এবং ব্যাপক ফসলের ক্ষতি হয়।ফলে ২০০৫ সালে আরও একটি রেগুলেটর ব্রীজ নির্মান করা হয়।কিন্ত ব্রীজটি সঠিক পদ্ধতিতে  তৈরী না করায় আবার ২০০৮ সালে পানি উপরে উঠলে উওরের বেশকিছু এলাকার ফসলের ক্ষতি দেখা দেয়।ঐ বছরেই ভুক্তভোগীরা ব্রীজের রাস্তাটির বেশ কিছু অংশ কেটে দেন। রাস্তা কেটে ফেলার পর মাটি না থাকায় ব্রীজটি হেলে পড়ে।পরবর্তীতে উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনীয়া রাস্তা ঠিক করার প্রতিশ্রূতি দেন।
কিন্তু এর পর থেকেই এখানকার মানুষেরা দূর্ভোগে পড়ে। শ্ক্ষিা প্রতিষ্ঠান গুলোর শিক্ষার্থীরা জানান,আমাদের অনেক কষ্ট করে স্কুলে আসতে হয় বিশেষ করে বর্ষার সময় তাছাড়া শারীরিক সমস্যা হলে রাস্তার অভাবে রোগীদের জরুরী চিকিৎসা সেবা নেওয়া কঠিন হয়ে পরে ফলে রোগীর প্রানহানীর ঘটনাও ঘটে।আমরা সরকারের কাছে এ রাস্তার বিষয়টি দ্রƒত সমাধান কামনা করি।এ বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন,আমি ক্ষুদ্র পানি উন্নয়ন বিভাগের সাথে কথা বলেছি কয়েকজন অফিসার স্থানটি পরিদর্শন করেছিলেন এবং ফান্ড পেলেই কাজ করবে বলে তিনি জানিয়েছেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 4772307244671464981

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item