সুন্দরগঞ্জে রাস্তায় ধানের চারা রোপণ

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ(গাইবান্ধা) থেকেঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জে জন-গুরুত্বপূর্ণ রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিকী কর্মসূচী পালন করেছেন এলাকাবাসী।
শনিবার বিকেলে উপজেলার বেলকা চৌরাস্তা মোড় নামক স্থানে বেলকাবাজার থেকে সুন্দরগঞ্জ ও গাইবান্ধাগামী জন-গুরুত্বপূর্ণ এ ধানের চারা রোপন করে প্রতিকী পালন করা হয়। একমাত্র পাকা সড়কে সামান্য বৃষ্টি হলেই পনি জমে হাটু কাঁদার সৃষ্টি হয়। ফলে চরাঞ্চলসহ ৮/৯টি ইউনিয়নের লাখ লাখ মানুষের জেলা ও উপজেলা শহরে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই পাকা সড়কের কার্পেট উঠে গিয়ে কোন কোন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে রাস্তাটির পূণঃসংস্কারের উদ্যোগ গৃহীত না হওয়ায় এই প্রতিকী কর্মসূচী পালন করেন এলাকাবাসী।
এসময় সমাজ সেবক আব্দুল জব্বার দুলাল জরুরী ভিত্তিতে রাস্তাটির পুণঃসংস্কারের দাবী জানিয়ে বলেন, দীর্ঘ দিন ধরে এই  রাস্তাটির সংস্কার না হওয়ায় প্রত্যহ স্কুল-কলেজগামী শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ-জনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

পুরোনো সংবাদ

গাইবান্ধা 1154012558920400263

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item