আর চলবে না পুরোনো ফেসবুক

ডেস্কঃফেসবুক ও মেসেঞ্জারের পুরোনো সংস্করণ যাঁরা ব্যবহার করছেন, তাঁদের জন্য এ সুবিধা আর থাকছে না। পুরোনো সংস্করণের ফেসবুক ও মেসেঞ্জার অ্যাপ হালনাগাদ করা ছাড়া কোনো বিকল্প রাখছে না ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুক অ্যাপের ভার্সন ৫৫ (া ৫৫) ও অ্যান্ড্রয়েডে মেসেঞ্জারের ভার্সন ১০ (া ১০) চলবে না। এ ছাড়া উইন্ডোজ ফোনে ফেসবুক সমর্থন করবে না।

ফেসবুক কর্তৃপক্ষ বলছে, তাদের কারিগরি টিম ফেসবুক প্ল্যাটফর্ম উন্নত করতে অনেক পরিশ্রম করছে।

এক ব্লগ পোস্টে ফেসবুক জানিয়েছে, নিয়মিত উন্নত ফিচার-যেমন ভয়েস ও ভিডিও কল, গেমস ও মেসেঞ্জার বটসের মতো সুবিধা এনে ফেসবুক উন্নত করার চেষ্টা করছি। অ্যাপসের পুরোনো সংস্করণ ব্যবহার করলে এসব ফিচারের অভিজ্ঞতা পাওয়া যায় না। এ কারণে পুরোনো সংস্করণ বাদ দিয়ে নতুন সংস্করণ ব্যবহারের পরামর্শ দেয় ফেসবুক। যাঁদের নতুন সংস্করণ সমর্থন করবে না তাঁরা মোবাইল ব্রাউজার থেকে ফেসবুক ডটকম ভিজিট করতে পারবেন।

আইপ্যাডে ফেসবুক ভার্সন ২৬, আইওএসে মেসেঞ্জার ভার্সন ৮,২০১১ সালে আইওস ফেসবুক ভার্সন, ফেসবুক ফর উইন্ডোজ ফোন, উইন্ডোজ ফোন ৮ ও ৮.১ এর মেসেঞ্জার, ফেসবুক ফর উইন্ডোজ ৮ ও ৮.১ ডেস্কটপ সংস্করণ চলবে না। তথ্যসূত্র: এনডিটিভি।

পুরোনো সংবাদ

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি 6265180879013216068

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item