সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান উপ-নির্বাচন একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

তোফাজ্জল হোসেন লুত,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

 সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। গতকাল (সোমবার) দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে ওই মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং অফিসার। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্রের সঙ্গে জমাকৃত আড়াই শত বৈধ ভোটারের নামের তালিকায় ভূয়া নামের তালিকা সংযোজনের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী মো. হিটলার চৌধুরী ভলু’র মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
প্রসঙ্গত, উপজেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে গত ১৬ এপ্রিল ৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। এদের মধ্যে চার জন দলীয় এবং দুইজন স্বতন্ত্র প্রার্থী। দলীয় প্রার্থীরা হচ্ছেন আওয়ামী লীগ সমর্থিত মোখছেদুল মেমিন, বিএনপি মনোনীত প্রভাষক শওকত হায়াৎ শাহ্, জাপা (এ) মনোনীত প্রার্থী মো. ইলিয়াছ চৌধুরী ভলু এবং ইসলামী আন্দোলনে সমর্থিত হাফেজ মো. নুরুল হুদা। স্বতন্ত্র প্রার্থীরা হলেন আব্দুল মুন্তাকিন ও মো. হিটলার চৌধুরী ভলু।
 নির্বাচনে তফশীল অনুযায়ী গতকাল (সোমবার) ছিল প্রার্থীদের জমাকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই দিন। যাচাই-বাছাইকালে স্বতন্ত্র  প্রার্থী মো. হিটলার চৌধুরী ভলু’র মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। এতে করে সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে  প্রার্থীর সংখ্যা দাঁড়াল ৫-এ। আগামী ২৪ এপ্রিল প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন।
 সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসার মো. রবিউল আলম উপনির্বাচনে চেয়ারম্যান পদের এক প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থান গত ১ মার্চ রাতে সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে  ইন্তেকাল করেন। এতে করে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদটি শুন্য হয়। আগামী ১৬ মে সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

পুরোনো সংবাদ

নীলফামারী 6476833320172161215

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item