ডোমার আমবাড়ী সামাজিক উন্নয়ন কেন্দ্রের বৈশাখ উদযাপন।

আনিছুর রহমান মানিক, ডোমার, (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারী ডোমার আমবাড়ী সামাজিক উন্নয়ন কেন্দ্রের বৈশাখ উদযাপন। উপজেলার গোমনাতী ইউনিয়নের আমবাড়ী শুকনা পুকুর সামাজিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪২৪ পালন করা হয়েছে। ১৫এপ্রিল শনিবার সকাল ১০টায় সংগঠন চত্বর হতে এক বর্ণাঢ্য র‌্যালী এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কমপ্লেক্্র মাঠে এক আলোচনা সভায় মিলিত হয়। প্রফেসর আলহাজ্ব দেলোয়ার হেসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক ও রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সরকার ফারহানা আখতার সুমি। বিশেষ অতিথি মানবাধিকার সংরক্ষণ ও আইন সহায়তা ফাউন্ডেশন এ্যাডভোকেট লায়ন্স মামুন উর-রশীদ, গোমনাতী ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সরকার। সামাজিক উন্নয়ন কেন্দ্রের সচিব এসএম আবুল হোসেন, ইউপি সদস্য আব্দুল কাদের কুরু, আনছার আলী, জাহিদুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। সামাজিক উন্নয়ন কেন্দ্রের কম্পিউটার প্রশিক্ষণ, শিশু শিক্ষা, বয়স্ক শিক্ষা, সেলাই প্রশিক্ষণ, ধর্মীয় শিক্ষা সামাজিক সচেতনতা বিষয়ে নানামূখী কার্যক্রম দির্ঘদিন থেকে পরিচালনা করে এলাকায় ব্যভপক সাড়া জাগিয়েছে। আগামীতে প্রতিবন্ধী স্কুল ও বৃক্ষ রোপন কর্মসূচীর পরিকল্পনা রয়েছে বলে তারা জানান। এলাকার উন্নয়নে জন্য এধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সচেতন মহল।

পুরোনো সংবাদ

নীলফামারী 4885598452361526969

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item