ডোমারে কালীতলায় মন্দিরে ৩দিন ব্যাপী বাসন্তী পূজা উৎসব

আনিছুর রহমান মানিক, ডোমার, (নীলফামারী) প্রতিনিধি>>>
ডোমার কালীতলা মন্দিরে ৩দিন ব্যাপী বাসন্তী পুজা উৎসব  শুরু হয়েছে। ২মার্চ রবিবার সকালে উপজেলার হরিণচড়া ইউনিয়নের হংসরাজ কালীতলা হরিসভা মন্দিরে শ্রীমদ্ভগবত গীতা পাঠ অন্তে, মঙ্গলঘট স্থাপন, শুভ অধিবাস, তুলসি আরতি ও নগর পরিক্রমার মধ্যদিয়ে যজ্ঞানুষ্ঠানের শুভ সুচনা করেন পুরোহিত পরিতোষ চক্রবর্তী। সন্ধ্যায় পরিচালনা কমিটির সভাপতি রাম কৃষ্ণ রায়ের সভাপতিত্বে আলোচনা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট আলহাজ্ব মনোয়ার হোসেন। সাধারণ সম্পাদক হরিপদ রায়, মন্দিরের সভাপতি বাবু নবদ্বীপ রায়, সম্পাদক কালাচাঁদ বর্ম্মন, ইউপি সদস্য জগৎনাথ রায় প্রমূখ বক্তব্য রাখেন। এসময় অনুকুল রায়, সন্তোষ অধিকারী, দিনেশ চন্দ্র, গুরুপদ, ললিত চন্দ্র রায়, প্রাণ কিশোর রায় উপস্থিত ছিলেন। উৎসবে আসা হাজারো ভক্তের ঢল নামে, যেনো মন্দির প্রাঙ্গন হিন্দু সম্প্রদায়ের  মিলন মেলায় পরিনত  হয়েছে। এদের মধ্যে নারী ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা সহ প্রসাদ বিতরণ করা হয়। আগামী বুধবার ভোররাত্রীতে অর্চনার মধ্যদিয়ে শেষ হবে বলে আয়োজক কমিটি জানান।  

পুরোনো সংবাদ

ধর্মকথা 6313633078166184485

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item