ডোমারে আদালতে মামলা করায় অসহায় পরিবারের উপর নির্যাতনের অভিযোগ

আনিছুর রহমান মানিক, ডোমার, (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারী ডোমারে আদালতে মামলা করায় অসহায় এক পরিবারে উপর নির্যাতনের অভিযোগ। ঘটনাটি ঘটেছে উপজেলার বামুনিয়া ইউনিয়নের বারবিশা বামুনিয়া লাল বাজার চেংমারী পাড়া গ্রামে। মামলা সুত্রে যানাযায়, উক্ত গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে ফেরীওয়ালা (ঔষধ বিক্রেতা) নুর জামালের সাথে প্রতিবেশী পেলকা মামুদের ছেলে অফিজুল ও নজমুদ্দিনের ছেলে আব্দুল জব্বারের ঝগড়া বিবাদ চলে আসছে। বিভিন্ন সময় বিবাদীরা মার, ডাং, মিথ্যা অপবাদ দিয়ে অপমান অপদস্ত সহ মামলার ভয়ভীতি প্রদর্শন করে আসছে। এরই ধারাবাহিকতায় নিজের পরিবারের নিরাপত্তার কথা ভেবে গত ১২/০৩/১৭ ইং তারিখে নুর জামান বাদী হয়ে জেলার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে তাদেও বিরুদ্ধে ফৌঃ কাঃ বিঃ আইনে ১০৭ ধারায় বিধান মোতাবেক পিঃ মামলা নং-৬২/১৭ দায়ের করে, উক্ত মামলার নোটিশ পাওয়ার পরে বিবাদীগণ বেপরোয়া ও ক্ষিপ্ত হয়ে উঠে। গত ১৯/০৩/১৭ইং তারিখে সকালে লালবাজারে নুর জামালকে একা পেয়ে লাঠিশোটা নিয়ে হত্যার উদ্দেশ্যে ধাওয়া করে এবং বিভিন্ন ধরনের হুমকি প্রর্দন করে বলে সে জানায়। নুর জামালের স্ত্রী পারুল বেগম জানান, গত বছর আমাদের মারধর করে তারা এবং আমার বড় ছেলে মিরাজের হাতের আঙ্গুল কেটে দেয়। অপর দুই শিশু সন্তান মহরম ও মিজানকে নিয়েও নিরাপত্তাহীনতায় ভুগছেন নুর জামালের পরিবার। এবিষয়ে পরে নুর জামাল পুলিশ সুপারের বরাবরে অভিযোগ করলে এসআই হামিদুল ইসলাম তা তদন্ত করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিবে বলে জানান। বিষয়টি আশু সমাধানে প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভুগী পরিবার।

পুরোনো সংবাদ

নীলফামারী 1425738991581263904

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item