ডোমার পৌরসভার কর্মকর্তা- কর্মচারীদের বৈশাখীভাতার দাবীতে কর্মবিরতি

আবু ফাত্তাহ্ কামাল (পাখি),স্টাফ রিপোর্টারঃ
বৈশাখী ভাতা ও প্রাপ্য বেতনের  দাবীতে নীলফামারীর ডোমারে আজ বৃহস্পতিবার দিনব্যাপী কর্মবিরতি করেছে ডোমার পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও পরিছন্ন কর্মীরা ।এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী (ভারপ্রাপ্ত সচিব) জোবায়দুল হক, সহকারী কর আদায়কারী ও পৌরসভা কর্মকর্তা - কর্মচারী  এ্যাসোসিয়েশনের ডোমার শাখার সভাপতি মফিজুল আলম পারভেজ, স্বাস্থ্য সহকারী ও সাধারন সম্পাদক উজ্জল কাঞ্জিলাল, স্বাস্থ্য সহকারী শিরিন আখতার, সহকারী এসেসর ও দপ্তর সম্পাদক আলীফ নুর ফেরদৌস প্রমুখ ।
বক্তারা বলেন, সরকারী প্রজ্ঞাপন অনুযায়ী  গতবার বৈশাখী পাইলেও এবার মেয়র তা দিতে অস্বীকৃতি জানান ।এর প্রতিবাদে দিনব্যাপীব্যাপী কর্মরিতি চলছে ।বৈশাখী ভাতা চাইলে মেয়র বলেন, ইউএনওর ওখানে পাচঁ হাজার টাকা  চাদাঁ দিয়েছি ।ওখানে পান্তা খেতে যাও । সারা দেশ বৈশাখী উৎসব করছে ।তখন আমরা এর থেকে বঞ্চিত হচ্ছি ।ছবি আছে ।
উল্লেখ্য,ডোমার পৌরসভার মোট ২৭ জন কর্মকর্তা -কর্মচারীর মধ্যে ৮ জন স্থায়ী ও ১৯ জন অস্থায়ী কর্মকর্তা -কর্মচারী রয়েছে ।

পুরোনো সংবাদ

নীলফামারী 1945627487141108904

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item