শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ আমরা স্বপ্ন দেখছি-হুইপ ইকবালুর রহিম এমপি

মোঃ আব্দুস সাত্তার, দিনাজপুর ॥
সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৭ উপলক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে ও দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৩০ এপ্রিল রোববার সদর উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। সদর ইউএনও মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, দিনাজপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবু বকর সিদ্দিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদুল ইসলাম প্রমুখ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুইপ ইকবালুর রহিম বলেন, আমাদের নতুন প্রজন্মকে জ্ঞান, মেধা বিকাশ, বিজ্ঞানে শিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ আমরা স্বপ্ন দেখছি। তিনি বলেন, দিনাজপুরে ৪০০ জন ছেলে-মেয়ের জন্য ২২ টি ইভেন্টে কোচ নিয়ে এসে প্রশিক্ষণ দিয়েছি। মাদকের ছবল থেকে রক্ষা করতে পড়ালেখা পাশাপাশি ছাত্র-ছাত্রীদের খেলাধুলার কোন বিকল্প নেই। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় ও ক্যাটাগরিতে সদর উপজেলার ৭৬টি প্রতিষ্ঠানের প্রধান এবং শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেষ্ট, সনদপত্র ও ১২ জন শিক্ষার্থীকে নগদ অর্থ প্রদান করা হয়।

পুরোনো সংবাদ

নির্বাচিত 3429602060537576453

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item