দিনাজপুরে পেশাজীবী গাড়ি চালকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিমূলক ২ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

আব্দুস সাত্তার, দিনাজপুর প্রতিনিধি ॥

আইন মেনে গাড়ি চালাবো-নিরাপদে বাড়ী ফিরবো-এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত বুধবার ২৬ এপ্রিল সকাল ১০ টায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ দিনাজপুর সার্কেলের আয়োজনে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে পেশজীবী গাড়ী চালকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিমূলক ২ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়ারুল আলম। প্রশিক্ষণ কর্মশালায় বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জিঃ) উথু য়াইনু চৌধুরী, জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর সাদাকাতুল বারী, বিআরটিএ’র মোটর যান পরিদর্শক মোঃ নুরুল ইসলাম ও মোঃ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মশালায় বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, পিক-আপ ও মাইক্রোবাস সহ পেশাজীবী গাড়ীর চালকরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালার হল রুমের চার পাশে নানা রকমের কথাবার্তা নিয়ে ফেস্টুন গালানো ছিল। ফেস্টুনগুলোতে লিপিবদ্ধ ছিল একটি দূর্ঘটনা সারা জীবনের কান্না, গাড়ী চালানোর সময় মোবাইল ফোন ধরবেন না, সুরু রাস্তা এবং ব্রীজে ওভারটেকিং করবেন না, চলন্ত গাড়িতে এমনকিছু করবেন না যাতে গাড়ী চালনায় চালকের বিঘœ সৃষ্টি হয়। মহাসড়কের সর্বোচ্চ গতিসীমা নির্দেশ ট্রাফিক সাইন ও সিগন্যাল নির্দেশ মেনে চলুন, বৈধ লাইসেন্স ছাড়া গাড়ি চালাবেন না, জেবরা ক্রোসিং, ওভার ব্রীজ, আন্ডার পাস দিয়ে রাস্তা পারাপার হবেন না। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে গাড়ি চালাবেন। ট্রাফিক আইন, ট্রাফিক সাইন এবং ট্রাফিক পুলিশের নির্দেশ মেনে চলুন, হেলম্যাট ছাড়া মোটর সাইকেল চালাবেন না। প্রশিক্ষণ কর্মশালায় পেশাজীবী গাড়ির চালকদের উদ্দেশ্যে জেলা প্রশাসক মীর খায়রুল আলম বলেন, বাংলাদেশের রাস্তাঘাটের ব্যবস্থা তুলনামূলকভাবে ভালো হওয়ায় দূর্ঘটনা কম। আপনারা গাড়ী চালানোর সময় যদি মনে করেন যে কাজ করছেন এটা ঠিক করছেন এ প্রশ্ন বারবার যদি আপনার মাঝে জাগ্রত হয় তাহলে আপনাদের দ্বারা সড়ক দূর্ঘটনা হবে না। এটি আপনারা যত বেশি অনুশিলন করবেন তত আপনাদের মাঝে জাগ্রত হবে। গাড়ি চালাতে গেলে চারটি জিনিসের প্রয়োজন আছে- রাস্তা, পরিবেশ, গাড়ি, যিনি গাড়ি চালাবেন। এই ৪টির মধ্যে জীবন্ত পদার্থ যদি নীতিবান হয় তাহলে দূর্ঘটনা অনেকাংশে কমে যাবে। খারাপ ইচ্ছাকে সবসময় এড়িযে চলুন। মনে রাখছেন মানুষকে মানুষের নীতিবাচক দিতে থাকতে হয়। বিরামহীনভাবে খারাপ ইচ্ছা থেকে নিজেকে দূরে রাখবেন। ভালো মানুষের সাথে বন্ধুত্ব করবেন। মাদকদ্রব্য থেকে নিজে ও পরিবারকে দূরে রাখবেন।  ধর্ম চর্চা নিয়মিত করবেন এতে আপনার নৈতিকতা ঠিক হবে। দিনাজপুর বিআরটিএ’র সহকারী পরিচালক ইথু য়াইনু চৌধুরী কর্মশালা উপস্থিত চালকদের উদ্দেশ্যে ভিডিও, প্রামান্য চিত্র প্রদর্শন ও দুর্ঘটনা রোধে করনীয় শীর্ষক বিস্তারিত আলোচনা করেন। ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) সাদাকাতুল বারী প্রশিক্ষণে চালকদের উদ্দেশ্যে বলেন ট্রাফিক সাংকেতিক চিহ্ন বিষয় দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাঃ মোঃ  মোস্তাফিজুর রহমান, মোটর যান পরিদর্শক নজরুল ইসলাম ও নুরুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য ২ দিন ব্যাপী কর্মশালায় প্রায় ২ শতাধিক পেশাজীবী গাড়ি চালক অংশগ্রহণ করেন।

পুরোনো সংবাদ

দিনাজপুর 4272063856202276111

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item