দিনাজপুরে ২ দিন ব্যাপী আদর্শ কৃষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

মোঃ আব্দুস সাত্তার, দিনাজপুর প্রতিনিধিঃ  

 ২৫ এপ্রিল মঙ্গলবার দিনাজপুর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে কৃষি সমন্বিত উন্নয়ন প্রকল্প এর আওতায় ২ দিন ব্যাপী আদর্শ কৃষক প্রশিক্ষণ কোর্সের আজ মঙ্গলবার উদ্ভোধনী অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, বিএমডিএ, ঠাকুরগাঁও সার্কেল ও প্রকল্প পরিচালক (আইএডিপি) মোঃ জাহাঙ্গীর আলম খান, দিনাজপুর রিজিয়নের নির্বাহী প্রকৌশলী মোঃ সমশের আলী। গ্রামীণ আর্থ সামাজিক উন্নয়নে কৃষি কাজের গুরুত্ব, সেচ, সার ও বীজ এর ব্যাপারে প্রশাসনের ভূমিকা নিয়ে আলোচনা করেন, দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম। অনুষ্ঠানে অর্থকরী ফসলের পরিচিতি, ফসল ভেদে উৎপাদন খরচ, ফসলের মজুদ পরিস্থিতি, বাজার মূল্য ও চাহিদার বিষয়ে আধুনিক ধানের জাত পরিচিতি, জীবনকাল, মৌসুম ভিত্তিক জাতের বিবরণ, গুটি ইউরিয়ার ব্যবহার, রাসায়নিক সার, জৈব সার, সবুজ সার ও কম্পোষ্ট সার তৈরি বিষয়ে সাধারণ আলোচনা, প্রয়োগ পদ্ধতি, আইপিএম, আইসিএম ও এসসিসি সম্পর্কে আলোকপাত করেন উন্নয়ন হর্টিক্যালচার সেন্টার, দিনাজপুর-এর সহকারী উদ্যান কর্মকর্তা মোঃ ইমরুল আহসান। বরেন্দ্র কর্তৃপক্ষের পরিচিতি ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে বিষদ আলোচনা, উত্তরবঙ্গের সেচ ব্যবহার ও বরেন্দ্র কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে আলোচনা করেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী, বিএমডিএ, ঠাকুরগাঁও সার্কেল ও প্রকল্প পরিচালক (আইএডিপি) মোঃ জাহাঙ্গীর আলম খান। সেচ কি ও কেন, সেচ সিডিউলিং কি? ফসলভেদে বিভিন্ন সেচ পদ্ধতি আলোচনা ও উপযোগীতা, সেচের পানির অপচয় ও তার প্রতিকার এবং অডউ বিষয়ে আলোচনা করেন সহকারী প্রকৌশলী, বিএমডিএ বিরামপুর জোন মোঃ শহিদুল ইসলাম। সেচ কার্যক্রম ও বিভিন্ন কর্মকান্ডে বরেন্দ্র কর্তৃপক্ষের মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের ভূমিকা আলোচনা করেন নির্বাহী প্রকৌশলী বিএমডিএ, দিনাজপুর রিজিয়ন মোঃ সমশের আলী। কৃষি যন্ত্রপাতির পরিচিতি, প্রাপ্তির উৎস, ব্যবহার (জমি তৈরি, পরিবহন, ফসল মাড়াই ইত্যাদি) আলোচনাসহ আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার সংক্রান্ত সম্যক ধারণা বিষয়ে আলোচনা করেন কৃষি প্রকৌশলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দিনাজপুর আবু শামস্ মোঃ বদরুদ্দোজা। আজ ২৬ এপ্রিল বুধবার প্রশিক্ষণ কর্মশালায় থাকবে অর্থকরী ফসলের পরিচিতি, ফসল ভেদে উৎপাদন খরচ, ফসলের মজুদ পরিস্থিতি, ডাল জাতীয় ফসলের চাষাবাদের গুরুত্ব, বাজার মূল্য ও চাহিদার বিষয়ে আলোচনা করবেন উপজেলা কৃষি কর্মকর্তা, দিনাজপুর সদর মোঃ মতলুবর রহমান। আলু ও গমসহ বিভিন্ন সবজি জাত পরিচিতি, উৎপাদন রোগ ও পোকামাকড় পরিচিতি এবং দমন ব্যবস্থা, পাট, সীম ও সাজনা চাষাবাদ পদ্ধতি বিষয়ে আলোচনা করবেন, দিনাজপুর জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। আধুনিক কলাকৌশল অবলম্বনে মাছ চাষ বিষয়ে আলোচনা করবেন দিনাজপুর জেলা মৎস্য কর্মকর্তা, শাহ্ ইমাম জাফর সাদেক।  এরপর দ্বিতীয় দিনের আদর্শ কৃষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে কৃষকদের মাঝে সনদ বিতরণ করবেন বিএমডিএ দিনাজপুর রিজিয়ন-এর নির্বাহী প্রকৌশলী মোঃ সমশের আলী। উল্লেখ্য দিনাজপুর, জয়পুরহাট, পঞ্চগড় ও ঠাকুরগাঁও মিলে ৪ জেলার ৫০ জন কৃষক ২ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করে।

পুরোনো সংবাদ

দিনাজপুর 4041245354119210474

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item