ডিমলায় মোবাইল চুরি করার সময় যুবক আটক

জাহাঙ্গীর আলম রেজা,ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ঃ
নীলফামারী জেলার ডিমলা উপজেলায় শনিবার রাত আনুমানিক ১১.৩০ মিনিটে  মোবাইল চুরি করার সময় রফিকুল ইসলাম রফিক(২৫) নামের চোরকে আটক করেছে ব্যবসায়ীরা।এ সময় তার নিকট চুরি করা ২১টি মোবাইল সেট ও ৫ হাজার ৫০০ শত টাকা পাওয়া যায়।রাতে আটককৃত চোরকে পুলিশে হাতে তুলে দেয়া হয়েছে। সে  ডোমার উপজেলা সদরের খাঠুরিয়া গ্রামের রবিউল ইসলামের পুত্র।মোহনা টেলিকমের মালিক হারুন অর রশিদ সূর্য বলেন,  ডিমলা কেন্দ্রীয় স্মৃতি অম্লান চত্তরে শনিবার রাতে সাড়ে ১০টা বন্ধ করে বাসায় খাওয়া করতে যাই। রাতে থাকার জন্য সাড়ে ১১টা এসে দোকান খুলে দেখি দোকানে কোন মোবাইল নেই টিনের চাল কেটে ভিতরের ছাদ ও লোহার গিরিল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে বিভিন্ন ব্যান্ডের ৪১টি মোবাইল চুরি হয়েছে যার আনুমানিক মুল্য ১ লক্ষ ৩০ হাজার এবং দোকান ক্যাশে ছিল ৬১ হাজার ৫০০ শত টাকা।  পাশে মুন্না ক্লথ ষ্টোর কাপড়ের দোকানে শব্দ হতে থাকলে টেরপেয়ে আত্বাচিৎকার করলে চোর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ধরে ফেলি। মোবাইল চোর পুলিশ হেফাজত থাকাকালীন সময়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে সাথে আরেক জন ছিল।

ডিমলা থানার সেকেন্ট অফিসার মোহাম্মদ শাহাবুদ্দিন আহম্মেদ ও এস আই মাসুদ মিয়া বলেন, এ ব্যপারে থানায় একটি চুরি মামলা দায়ের করে ২ এপ্রিল দুপুরে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 3458049969486790524

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item