ডিমলায় শিক্ষা বিষয়ক মা সমাবেশ

জাহাঙ্গীর আলম রেজা ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ঃ

‘‘চলো সবাই স্কুলে যাই, শিক্ষা ছাড়া উপায় নাই’’ এই প্রতি পাদ্যকে ঘিরে ১০ এপ্রিল দুপুরে নীলফামারী ডিমলা উপজেলা শালহাটী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষা বিষয়ক মা-সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন শালহাটী সরকারী প্রাথমিক বিদ্যালয় এস.এম.সি কমিটির সভাপতি আব্দুল মোতালেব বাবুল, সভা সঞ্চলনায় ছিলেন শালহাটী সপ্রাবি সহকারী শিক্ষক চৈতন্য কুমার রায়, প্রধান অতিথি ছিলেন শালহাটী দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালাহাটী সপ্রাবি প্রধান শিক্ষিকা শাহানাজ পারভীন, সহকারী শিক্ষক তরিকুল ইসলাম, তপন কুমার রায়, মাহাবুবুর রহমান, কবিতা রানী। আমন্ত্রতিত অতিথি ছিলেন শালহাটী দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও নাউতারা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ হালিমুর রহমান, শালহাটী দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবু ভোপেন চন্দ্র রায়, সাতজান রথ বাজার সপ্রাবি প্রধান শিক্ষক মনোরঞ্জন রায়, পূর্ব শালহাটী সপ্রাবি প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমান, নটাবাড়ী সপ্রাবি সহকারী শিক্ষক নবিবুল ইসলাম, স্লিপ কমিটির নূর ইসলাম, সমাজ সেবক অতুল চন্দ্র রায় প্রমূখ।

বক্তরা অভিভাবকদের উদ্দ্যেশে বলেন বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার, মান সম্মত শিক্ষা পাওয়া সকল শিশুর মৌলিক অধিকার তাই সরকার বিভিন্ন শিক্ষা বন্ধব কর্মসূচী গ্রহন করেছেন। আপনাদের সন্তান যেন নিয়মিত বিদ্যালয়ে আসেন, বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ে বাহিরে যেন না থাকে, আপনারা মাঝে মধ্যে বিদ্যালয় আসবেন, শিশুদের পাঠদানের বিষয়ে শিক্ষকদের সঙ্গে কথোপকথন করবেন। এ ছাড়াও সভায় বাল্য বিবাহ প্রতিরোধ, জঙ্গীবাদ, ইভটিজিং রোধের উপর গুরুত্ব আরপ করেন।

উলে¬খ্য যে, সমাবেশে প্রথম পর্যায়ের আলোচনা শেষে দ্বিতীয় প্রহরে বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স, কমল বক্স, পানির পাত্র  হাতে তুলে দেওয়ার মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 2919714385122261858

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item