ডিমলায় পিডিবির ট্রান্সমিটার বিস্ফোরন নিহত এক॥ আহত ৪


ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ১৬ এপ্রিল॥
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির ট্রান্সমিটার বিস্ফোরনে একজন নিহত ও চারজন গুরুত্বর আহত হয়েছে। আজ রবিবার বিকালে পিডিবির অবহেলায় এই বিস্ফোরনের ঘটনাটি ঘটে নীলফামারীর ডিমলায় সদর ইউনিয়নের রামডাঙ্গা গ্রামে। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিকাল সাড়ে ৪টার  রামডাঙ্গা বনবিভাগের বনবাগান সংলগ্ন পিডিবির ২০০ কেবি ট্রাসমিটার বিস্ফেরনের দুর্ঘটনাটি ঘটে। ফলে পুরো এলাকায় বিদ্যুতায়িত হয়ে যায়। এ সময় বিদ্যুৎ স্পর্ষে রামডাঙ্গা গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে সাইফুল ইসলাম (১৬) নিহত হয়েছেন।
আর আহত হয় চার জন। আহতরা হলেন একই গ্রামের শাহিনুর রহমানের স্ত্রী সুমি আক্তার (২৫), সাইদুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম কালা (৩২),  নসকর আলীর ছেলে কবীর হোসেন (১২),  জহির উদ্দিনের ছেলে মিলন ইসলাম (২২)। আহতদের ডিমলা হাসপাতালে ভর্তি করা হয়।
ডিমলা থানার ওসি মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ডোমার পিডিবির নির্বাহী প্রকৌশলীর এজেটএম সাইফুল ইসলাম মন্ডল বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 9214453715239129633

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item