চিলাহাটিতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

নিজস্ব প্রতিনিধিঃ

“নারী পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব,কর্মে নুতন যাত্রা” এই প্রতিপাদ্য বিষয়কে সমানে রেখে আজ সারা বিশ্বে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস-২০১৭।তারই ধারাবাহিকতায় নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটিতে লোককেন্দ্র ফোরাম চিলাহাটি এর আয়োজনে ,উদয়াঙ্কুর সেবা সংস্থা(ইউএসএস)  ও একশনএইড বাংলাদেশের সহযোগতিায় কমিউনিটি ডেভালাপমেন্ট এন্ড মঙ্গা মিটিগেশন  ফর দি পুওল থ্রু আপগ্রেডিং সোস্যাল ক্যাপিটাল(ক্যাম্পাস) প্রকল্পের আওতায় আন্তর্জাতিক নারী দিবস ২০১৭ উদযাপন করা হয়। দিবসটি উদযাপন উপলক্ষ্যে মানববন্ধন, স্বাক্ষর ক্যাম্পেইন,র‌্যালী ও আলোচনার সভার আয়োজন করা হয়।সকাল ১০.২০ মিনিটে একটি বর্নাঢ্য র‌্যালী ইউএসএস ক্যাম্পাস প্রকল্প অফিস থেকে চিলাহাটি মার্চেন্টস হাই স্কুল প্রদক্ষিন করার পর মানববন্ধন করে এবং পুনরায় প্রকল্প অফিসে ফিরে আসে। এরপর  প্রকল্প অফিসের প্রশিক্ষণ কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইউএসএস চিলাহাটি শাখার প্রকল্প সমন্বয়কারী মো: কায়কোবাদ হোসেন।

আলোচনা সভায় প্রত্যাশা লোককেন্দ্রের সভপাতি রাবেয়া খাতুন বলেন যে“ বর্তমান সরকারের নিকট আমাদের দাবি যে, নারী  অধিকার বাস্তবায়ন ও তাদের উন্নয়নের জন্য সরকারের উচিত সুনির্দিষ্ঠ করে পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়ন করা”। নারী মুক্তি লোককেন্দ্রের সভপাতি মাসুমা বেগম বলেন যে ,“এখনই সময় হয়েছে আমাদের জাগ্রত হওয়ার,আমদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে ,আমাদের অধিকার আদায় করতে হবে”। এরপর কন্যা শিশু বোঝা নয়,১৮এর আগে বিয়ে নয়, শিশু নির্যাতন বন্ধ হোক এই সকল  বিষয়কে সামনে রেখে সাক্ষরতা ক্যাম্পাইন কার্যক্রম পরিচালনা করা হয়।এই ক্যাম্পাইনে ২৭৫ জন ছেলে মেয়ে স্বাক্ষর করে।

পুরোনো সংবাদ

নীলফামারী 1177532198211111436

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item