চিলাহাটি পর্যন্ত চালু হলো বরেন্দ্র এক্সপ্রেস।টাইম টেবিলে উল্লেখ থাকলেও চালু হয়নি রূপসা সীমান্ত।

নিজস্ব প্রতিনিধি:
নীলফামারী জেলা বাসীর আরেকটি প্রত্যাশা পূরণ হলো।রাজশাহী গামী  বরেন্দ্র এক্সপ্রেস চিলাহাটি থেকে যাত্রা শুরু করেছে।বুধবার(১ মার্চ) ভোর ৫টা ৫০ মিনিটে চিলাহাটী থেকে ছেড়ে গেছে বরেন্দ্র এক্সপ্রেস।উদ্বোধনী দিনে চিলাহাটী ষ্টেশন থেকে রাজশাহীর ১১টি টিকেট বিক্রি হয়েছে বলে ষ্টেশন সূত্রে জানা যায়।এ নিয়ে চিলাহাটী থেকে তিনটি আন্তনগর ট্রেন চালু হলো। ঢাকা থেকে নীলসাগর এক্সপ্রেস ও রাজশাহী থেকে তিতুমীর এক্সপ্রেস এবং নতুন সংযোজিত বরেন্দ্র এক্সপ্রেস।রেলওয়ে সূত্র জানায়,৭৩১ বরেন্দ্র এক্সপ্রেস দুপুর ৩টায় রাজশাহী থেকে ছেড়ে ৯ টা ২০ মিনিটে চিলাহাটী পৌছবে।অপরদিকে ৭৩২ বরেন্দ্র এক্সপ্রেস দুপুর ২ টায় রাজশাহী পৌছবে।অপরদিকে নতুন টাইম টেবিলে উল্লেখ থাকলেও খুলনাগামী রূপসা,সীমান্ত এখনই চিলাহাটী থেকে চালু হচ্ছেনা বলে রেলওয়ের একটি সূত্র জানায়।সূত্রটি বলছে জরুরী ভিত্তিতে পানি নেওয়ার জন্য চিলাহাটী ষ্টেশনে ওভার হেড লাইন(ওয়াটার লাইন) এর কাজ চলছে।শীঘ্রই কাজ সম্পন্ন হবে।কাজ সম্পন্ন হলে ট্রেন দুটি চালু সম্ভব হবে।এই রুটে আন্তনগর ট্রেন চলাচলের জন্য ২০১১ সালে ১৬০ কোটি টাকা ব্যয়ে সৈয়দপুর-চিলাহাটি রেলসড়ক মেরামতের প্রকল্প হাতে নেয় সরকার। চিলাহাটি থেকে আন্তঃনগর সব ট্রেন ছেড়ে যাওয়ার জন্য চিলাহাটিতে ওয়াস ফিট স্থাপন, লাইন সম্প্রসারণ ও অবকাঠামো তৈরিসহ যাবতীয় কাজ সম্পন্ন করা হয়। সৈয়দপুর থেকে চিলাহাটি পর্যন্ত ৬২ কিলোমিটার রেলপথ ও চিলাহাটি, মির্জাগঞ্জ, ডোমার, তরুনীবাড়ী, নীলফামারী, নীলফামারী কলেজ, দারোয়ানি ও সৈয়দপুর স্টেশন নতুনভাবে নির্মাণ ও সংস্কার করা হয়।২০১৫ সালের ১৭ জানুয়ারী রেলমন্ত্রী মজিবুল হক বহুল প্রত্যাশিত ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটী পর্যন্ত চালু করেন।এ বছরের ২৪ জানুয়ারী নতুন রূপে যাত্রা শুরু করে নীলসাগর। নতুন আমদানি করা ইন্দোনেশিয়ান লাল সবুজ এমজি কোচ দিয়ে নতুন বগি, নতুন ইঞ্জিন নিয়ে চালু হয় নীলসাগর এক্সপ্রেস।সর্বশেষ ১ মার্চ চালু হলো বরেন্দ্র এক্সপ্রেস।


পুরোনো সংবাদ

নীলফামারী 5953690750272461133

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item