সৈয়দপুরে বিশ্ব পানি দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :

বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে সৈয়দপুরে আজ ২২ মার্চ (বুধবার) বিশ্ব পানি দিবস- ২০১৭ পালিত হয়। সৈয়দপুর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড(পরিচালন ও রক্ষণাবেক্ষন) সৈয়দপুর বিভাগের উদ্যোগে ওই কর্মসূচি পালন করা হয়েছে।
সকাল ১১টা সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়। এটি উপজেরা পরিষদ রোড ও বিমানবন্দর রোড প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রা সৈয়দপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ডের সৈয়দপুর বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। পরে “নদ-নদী, খাল-বিলে দূষণ চলে যদি, জনগণের দুঃখ তাতে বাড়বে নিরবধি” বিশ্ব পানি দিবসের এবারের প্রতিপাদ্যকে সামনে রেখে সৈয়দপুর পরিষদ চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি  হিসেবে উপিস্থত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মো. আজমল হোসেন। 
সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
আলোচনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সৈয়দপুর উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান মোছা. রওনক জাহান রিনু, পাউবো সৈয়দপুর বিভাগের সহকারি সম্প্রসারণ কর্মকর্তা মো. মাহ্বুবুল আলম বসুনিয়া, উপ-সহকারী প্রকৌশলী মো. আমিনুল হক বিশ্বাস উচ্চমান সহকারী শ্রী বলরাম রায় প্রমূখ। 

পুরোনো সংবাদ

নীলফামারী 4271035603787513032

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item