সৈয়দপুরে শিক্ষকদের ই- প্রাইমারী এডুকেশন প্রশিক্ষণের উদ্বোধন

সব কাজের মধ্যে নতুনত্ব থাকবে হবে ...অতিরিক্ত সচিব নজরুল ইসলাম খান


তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলাম খান বলেছেন, সব কাজের মধ্যে নতুনত্ব থাকবে হবে। সেই নতুন কাজটিই শুরু করেছে নীলফামারীর সৈয়দপুর উপজেলা শিক্ষা দপ্তর। তারা স্ব-উদ্যোগে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষকদের আইসিটি বিষয়ক দক্ষতা বৃদ্ধিতে ই-প্রাইমারী প্রশিক্ষণের উদ্যোগ গ্রহন করেছে। এটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। কারণ দেশের সরকারের একার পক্ষে সব সময় সব কাজ করা সম্ভব হয় না। এর জন্য আমাদের সকলকেই নিজ নিজ অবস্থান থেকে সরকারকে তাঁর কাজে সহযোগিতা দিতে হবে। তিনি শুক্রবার স্ব-উদ্যোগে সৈয়দপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আইসিটি বিষয়ক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ই-প্রাইমারী এডুকেশন প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। সৈয়দপুর পৌর এলাকার বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা শিক্ষা অফিস ওই প্রশিক্ষণ ও প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী এতে সভাপতিত্ব করেন।
  অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিসার মো. আহসান হাবিব।
অনুষ্ঠানে নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. শহিদুল ইসলাম, নীলফামারী শিক্ষক প্রশিক্ষণ ইন্সটিটিউটের (পিটিআই) সুপারিনটেন্ডেট সাদিয়া আফরিন বিজলী, দিনাজপুরের ফুলবাড়িয়া উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর এ টি এম মোফাখ-খারুল ইসলাম,সহকারি উপজেলা শিক্ষা অফিসার মুসারাত জাহান মিলি উপস্থিত ছিলেন।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন নীলফামারীর ডোমার উপজেলা শিক্ষা অফিসার মো. শাহাজাহান মন্ডল, বাঁশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) সভাপতি মো. জোবায়দুর রহমান শাহীন, কয়ানিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সভাপতি পৌর কাউন্সিলর জোবায়দুল ইসলাম মিন্টু, ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহ্ফুজার রহমান, বানিয়াপাড়া আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইলিয়াছ, বাঙ্গালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুখসানা প্রধান, সাংবাদিক মো. আমিরুজ্জামান প্রমূখ।
প্রধান অতিথি বলেন  সৈয়দপুর উপজেলা প্রশাসন, শিক্ষা দপ্তর ও  শিক্ষকদের সকলের মধ্যে একটি ভাল সমন্বয় রয়েছে উল্লেখ করেন। যা উপজেলার প্রাথমিক শিক্ষাকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাকির হোসেন সরকার।
 প্রশিক্ষণের প্রথম ব্যাচে উপজেলার ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও  একজন সহকারী শিক্ষকসহ ২০ জন অংশ নিচ্ছেন।
সৈয়দপুর উপজেলার ৭৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  ৬ শ’ শিক্ষক-শিক্ষিকাদের পর্যায়েক্রমে ৩০টি ব্যাচের মাধ্যমে এ প্রশিক্ষণ দেয়া হবে বলে উপজেলা শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে। 

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 5314313257063485557

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item