সৈয়দপুর মহাবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :

ঐতিহ্যবাহী ও প্রাচীনতম সৈয়দপুর মহাবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে মহাবিদ্যালয় খেলার মাঠে বর্ণাঢ্য ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী - ৪  (সৈয়দপুর-কিশোরগঞ্জ একাংশ) আসনের সংসদ সদস্য,বিরোধী দলীয় হুইপ ও মহাবিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব মো. শওকত চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন সৈয়দপুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. হাফিজুর রহমান হাফিজ।
অনুষ্ঠানে মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ নার্জিজ বাণু, পরিচালনা পর্ষদের সকল সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথি, সাংবাদিক, সুধীজন, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
গোটা অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মহাবিদ্যালয়ের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মো. রফিকুল ইসলাম।
 শেষে প্রধান অতিথি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ২২টি ইভেন্টে মহাবিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
 বার্র্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট পরিচালনা করেন সৈয়দপুর মহাবিদ্যালয়ে শারীরিক শিক্ষক মো. আহসান উদ্দিন বাদল।
এর আগে সকালে অনুষ্ঠানের শুরুতেই জাতীয় পতাকা ও অলিম্পিক পতাকা উত্তোলন করা হয়। পরে প্রধান অতিথি বেলুন, শান্তি প্রতীক কবুতর উড়িয়ে বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 1627956662155186616

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item